| বঙ্গাব্দ
ad728
ad728

কিংবদন্তি লালন শিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ, আরোগ্য কামনায় দেশজুড়ে প্রার্থনা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 07-07-2025 ইং
  • 347 বার পঠিত
কিংবদন্তি লালন শিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ, আরোগ্য কামনায় দেশজুড়ে প্রার্থনা
ছবির ক্যাপশন: কিংবদন্তি লালন শিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ, আরোগ্য কামনায় দেশজুড়ে প্রার্থনা

 কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

বাংলা লোকসঙ্গীতের জীবন্ত কিংবদন্তি, বিশ্ব দরবারে লালন গীতির উজ্জ্বলতম উপস্থাপিকা এবং “লালন কন্যা” নামে খ্যাত কুষ্টিয়ার কৃতি সন্তান ফরিদা পারভীন বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। ফুসফুসে তীব্র শ্বাসকষ্ট নিয়ে গত কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষানিরীক্ষার পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসক সূত্রে জানা গেছে, তিনি বক্ষব্যাধি (পালমোনারি), কিডনি জটিলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েড-সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। বর্তমানে চিকিৎসকরা ডায়ালাইসিস-এর ওপর গুরুত্বারোপ করেছেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অবিচ্ছেদ্য অংশ ফরিদা পারভীন তাঁর কণ্ঠে লালনগীতি পরিবেশনের মধ্য দিয়ে অসংখ্য প্রজন্মকে বাউল দর্শনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। ‘লালন গীতির রাণী’ খ্যাত এই শিল্পী দেশ-বিদেশে পেয়েছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার, হয়ে উঠেছেন বাংলা লোকসঙ্গীতের এক অনন্য মূর্তপ্রতীক।দেশজুড়ে তার দ্রুত আরোগ্য কামনায় ভক্ত-অনুরাগী, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দোয়া ও প্রার্থনার আবহ তৈরি হয়েছে।সবার কণ্ঠে একটাই প্রার্থনা—"মহান রাব্বুল আলামিন যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন।"এই পরিস্থিতিতে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এই অন্যতম ধারক ও বাহকের পাশে দাঁড়াতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। দেশের একমাত্র কিংবদন্তি ‘লালন কন্যা’র সুস্থতা আমাদের সবার কাম্য।আসুন, আমরা সবাই তাঁর জন্য দোয়া করি।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম