কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেহাবুর রহমানের বিশেষ অভিযানে ১৫ দিনে ৫ ভিকটিম উদ্ধার। রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যার সময় কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন। এই ভিকটিমদের মধ্যে প্রথম ভিকটিম ঈশিতা বিশ্বাস (১৬) নিখোঁজ সংক্রান্ত কুষ্টিয়া মডেল থানায় একটি নিখোঁজ জিডি হয়। যাহার জিডি নং-১৯৫৫, তারিখ- ২৮/১২/২০২৪ ইং। পরবর্তীতে অফিসার ইনচার্জ কুষ্টিয়া মডেল থানা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/মোঃ মুরাদুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় গত ইং ১১/০১/২০২৫ তারিখে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা এলাকা হইতে ভিকটিমকে উদ্ধার পূর্বক পরিবারের নিকট জিম্মায় প্রদান করা হয়েছে। দ্বিতীয় ভিকটিম মোছাঃ জুথি খাতুন (১৮) নিখোঁজ সংক্রান্ত কুষ্টিয়া মডেল থানায় একটি নিখোঁজ জিডি হয়। যাহার জিডি নং-২২৫, তারিখ-০৪/০১/২০২৫ ইং। পরবর্তীতে অফিসার ইনচার্জ কুষ্টিয়া মডেল থানা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/মোঃ মুরাদুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় গত ইং ০৭/০১/২০২৫ তারিখে কুষ্টিয়া জেলার মজমপুর গেট এলাকা হইতে ভিকটিমকে উদ্ধার পূর্বক পরিবারের নিকট জিম্মায় প্রদান করা হয়েছে। তৃতীয় ভিকটিম লিখন আহমেদ (১৭) নিখোঁজ সংক্রান্ত কুষ্টিয়া মডেল থানায় একটি নিখোঁজ জিডি হয়। যাহার জিডি নং-৮১, তারিখ-০২/০১/২০২৫ ইং। পরবর্তীতে অফিসার ইনচার্জ কুষ্টিয়া মডেল থানা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/মোঃ মুরাদুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় গত ইং ০৪/০১/২০২৫ তারিখে কুষ্টিয়া জেলার চৌড়হাস এলাকা হইতে ভিকটিমকে উদ্ধার পূর্বক পরিবারের নিকট জিম্মায় প্রদান করা হয়েছে। চতুর্থ ভিকটিম আম্মান আক্তার দোলা (২১) নিখোঁজ সংক্রান্ত কুষ্টিয়া মডেল থানায় একটি নিখোঁজ জিডি হয়। যাহার জিডি নং-৭৮০, তারিখ-১২/০১/২০২৫ ইং। পরবর্তীতে অফিসার ইনচার্জ কুষ্টিয়া মডেল থানা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) অনুপ কুমার মন্ডল তথ্য প্রযুক্তির সহায়তায় ইং ১২/০১/২০২৫ তারিখে কুষ্টিয়া জেলার হাউজিং এস্টেট এলাকা হইতে ভিকটিমকে উদ্ধার পূর্বক পরিবারের নিকট জিম্মায় প্রদান করা হয়েছে। পঞ্চম ভিকটিম জান্নাতুল ফেরদৌসী মৌমিতা (১৭) নিখোঁজ সংক্রান্ত কুষ্টিয়া মডেল থানায় একটি নিখোঁজ জিডি হয়। যাহার জিডি নং-৬৯২, তারিখ- ১০/০১/২০২৫ ইং। পরবর্তীতে অফিসার ইনচার্জ কুষ্টিয়া মডেল থানা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) স্বপন কুমার তথ্য প্রযুক্তির সহায়তায় গত ইং ১১/০১/২০২৫ তারিখে যশোর জেলার কেশবপুর এলাকা হইতে ভিকটিমকে উদ্ধার পূর্বক পরিবারের নিকট জিম্মায় প্রদান করা হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ বলেন পারিবারিক সচেতনতা ছাড়া এই ধরনের কার্যকলাপ হতে ভিকটিমদের প্রত্যাখ্যান করা কোন রকম ভাবেই সম্ভব হবে না। তাই পরিবারের সদস্যদেরকে অবশ্যই তাদের বাচ্চারা কোথায় যাচ্ছে কি করছে কাদের সাথে মিশছে এই বিষয়ে সার্বক্ষণিক সচেতন থাকতে হবে। তিনি আরো বলেন কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অভিযান অব্যাহত থাকবে।’
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |