| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় নিষিদ্ধ সেই চার ভাটা আবারও গুঁড়িয়ে দিলো প্রশাসন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 03-02-2025 ইং
  • 32271 বার পঠিত
কুষ্টিয়ায় নিষিদ্ধ সেই চার ভাটা আবারও গুঁড়িয়ে দিলো প্রশাসন
ছবির ক্যাপশন: নিষিদ্ধ সেই চার ভাটা

কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা দেওয়ার পরের দিন থেকে ফের চালু হওয়া ড্রাম চিমনির নিষিদ্ধ সেই চার ইট ভাটা আবারো গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদলত। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে পরিচালনার দায়ে চার ভাটা মালিককে তিন লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুরের সৈনিক ব্রিকস ও সাগর ব্রিকস এবং হাঁসদিয়ার এম এস কে -১ ও চাঁদপুর ইউনিয়নের কাঁচিকাটা ব্রিজ এলাকার এসএসবি ভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা (নিয়ন্ত্রণ) আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। আদালত পরিচালনায় সহযোগিতা করেন কুমারখালী থানার এসআই বিপ্লব বিশ্বাস। এর আগে গত ৮ জানুয়ারি লাইসেন্স না থাকা, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহারের অপরাধে এ চার ভাটা মালিককে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ড্রাম চিমনি ভেঙে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে লাইন্সেস ছাড়া ভাটা পরিচালনা করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়। কিন্তু এর পরদিন ৯ জানুয়ারি ফের ভাটা পরাচালনা শুরু করেন তারা।নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম বলেন, মুচলেকা দেওয়ার পরও নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করায় সৈনিক, সাগর ও এমএসকে-১ ভাটা মালিকে ৮০ হাজার করে দুই লাখ ৪০ হাজার এবং এসএসবি ভাটাকে এক লাখ টাকা ৫০ হাজার টাকা (মোট তিন লাখ ৯০ হাজার) জরিমানা আদায় করা হয়েছে। পরবর্তীতে আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম