ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক। বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। অফিস আদেশে বলা হয়, এইচ এম. আলী হাসানকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদ থেকে ৫ মার্চ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি মূলপদ উপ-পরিচালক (পরীক্ষা নিয়ন্ত্রক অফিস) পদে যোগদান করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল হককে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিধি মোতাবেক তিনি এ পদের সব সুবিধা প্রাপ্ত হবেন।অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ২৬ বছরের শিক্ষকতা জীবনে কখনো পদ নিয়ে পড়ে ছিলাম না। সবসময় শিক্ষার্থীদের সঙ্গেই ছিলাম। তারপরও উপাচার্য আমাকে এ দায়িত্ব দিয়েছেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো ভালো করার। কোনো অন্যায় যাতে না হয় সে বিষয়ে সচেষ্ট থাকবো। বর্তমান প্রশাসনকে গতিশীল করতে যেসব কাজ করা প্রয়োজন তা করবো। বিশ্ববিদ্যালয়ের খারাপ দিকগুলো কাটিয়ে উঠার চেষ্টা করবো।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |