সাজ্জাদ আহম্মেদ খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা শোমসপুরের পরিত্যক্ত মিরাকে বেঁধে নিয়ে যাচ্ছিল তার সাবেক স্বামী এমন সময় সাংবাদিক উপস্থিত হয়েছে। বুধবার (১১ জুন) সকাল ১১ ঘটিকার সময় খোকসা শোমসপুর পরিত্যক্ত মিরার সাবেক স্বামী বেঁধে নিয়ে যাচ্ছিল এমন মুহূর্তে খোকসার বিশিষ্ট সাংবাদিক ও খোকসা সাংবাদিকদের গুরু দৈনিক সমকালের প্রতিনিধি যার হাতে গড়া দ্রোহ মুন্সি লিটন ওই পথ ধরে যাচ্ছিল ঠিক বড়ইচাড়া গ্রাম নাই পাইতে যেতে দেখে মিরাকে বেঁধে নিয়ে যাচ্ছে তার সাবেক স্বামী। এমন সময় সাংবাদিক একটি ছবি তুলে দৈনিক সমকাল, আনান্দ বাজার পত্রিকা সহ আরো অনেক পত্রিকায় ছাপানো হয়। সাংবাদিক, পরিত্যক্ত মেয়ের সাবেক স্বামীকে জিজ্ঞাসা করেন ওনাকে বেঁধে নিয়ে যাচ্ছেন কেন। তিনি বলেন খোকসা শোমসপুর বাজারে আমার সাইকেল মেকারের দোকানের ক্যাশ বাক্স থেকে ৮০০ টাকা চুরি করে নিয়ে যাচ্ছিল। এই জন্য আমি ওকে বেঁধে নিয়ে যাচ্ছি। মিরা একজন প্রতিবন্ধী মেয়ে। পত্রিকায় প্রচার হওয়ার পর একজন আমেরিকা প্রবাসী আনান্দ বাজার পত্রিকায় দেখতে পান মিরার জীবন কাহিনী। তিনি খুঁজতে থাকেন সাংবাদিককে। এক সময় তিনি আনান্দ বাজার পত্রিকায় যোগাযোগ করে সাংবাদিকের নাম্বারটি খুঁজে পান এবং পাওয়া মাত্রই সাংবাদিককে ফোন করেন।তিনি বলেন আমি প্রতিবছর মিরাকে এক হাজার টাকা করে দিতে চাই আপনার মাধ্যমে। সেই থেকে শুরু। কাহিনীটি আজ থেকে পাঁচ বছর আগের। তারই ধারাবাহিকতায় ঈদুল আযহায় আরো ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা পাঠিয়েছেন আমেরিকা প্রবাসী । সাংবাদিক আজও জানেনা আমেরিকা প্রবাসীর নাম ঠিকানা। জানেনা মীরার পরিবারও।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |