কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাধীন পদ্মা নদীর অববাহিকায় অবস্থিত লালন শাহ সেতু এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার ৩০ জুন দুপুরে এই অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নদী থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ ও ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম জানান, “মহামান্য হাইকোর্ট এর নির্দেশনা অনুযায়ী পদ্মা নদীর ভাঙন রোধ ও পরিবেশ রক্ষার স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে নদীর ক্ষতি করছে, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “নদী রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” উল্লেখ্য, পদ্মা নদীর এই অঞ্চলটি পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ হওয়ায় নিয়মিত মনিটরিংয়ের আওতায় রাখা হয়েছে। স্থানীয়দের মাঝে প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি ফিরে এসেছে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |