নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়া শহর বিএনপির নির্বাচন বাতিলের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত আটটার সময় কুষ্টিয়া ইসলামিয়া কলেজ গেট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিঙ্গার মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, জেলা বিএনপির নেতৃত্বাধীন কমিটি অযোগ্য, অগণতান্ত্রিক এবং তৃণমূলের মতামত উপেক্ষা করে গঠিত হয়েছে। তারা অবিলম্বে এই অযোগ্য জেলা কমিটি বাতিল করে তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য ও যোগ্য নেতৃত্বের নতুন কমিটি গঠনের জোর দাবি জানান। বক্তব্যে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে সংগঠনের কর্মী-সমর্থকদের উপেক্ষা করে যেভাবে কমিটি চাপিয়ে দেয়া হয়েছে, তা দলের আদর্শ ও গঠনতন্ত্রবিরোধী। এই অন্যায়ের প্রতিবাদে মাঠে নামতে বাধ্য হয়েছে তৃণমূল নেতাকর্মীরা। সমাবেশে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। নেতারা আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |