কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি গুদাম থেকে ২,৫৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। মঙ্গলবার (৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছত্রগাছা দক্ষিণ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযানে বিপুল পরিমাণ পলিথিন জব্দের পাশাপাশি এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন কুষ্টিয়া ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম। অভিযানে সহায়তা করেন মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজি মোঃ মেশকাতুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়ার সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাসার। এই অভিযান পরিচালিত হয় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি-এর দিকনির্দেশনায়। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। পরে এগুলো পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়ায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দেশে পলিথিন উৎপাদন, বিক্রয় ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |