কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার পৌর গোরস্থানে সমাহিত জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি পুষ্পার্ঘ্য অর্পণের পর শহিদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। উপস্থিত বক্তারা শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আদর্শে উজ্জীবিত হয়ে ন্যায়ের পক্ষে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন সদস্য, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান শহীদদের উদ্দেশ্যে বলেন, এই দেশ ও জাতির জন্য আপনারা যে আত্মত্যাগ করেছেন, তা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের প্রেরণার উৎস। আমরা যেন আপনাদের আদর্শ ও ত্যাগের পথ অনুসরণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারি—এটাই হোক আমাদের অঙ্গীকার।"কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান আত্মদানকারী শহীদদের উদ্দেশ্যে বলেন, “জাতির জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ কখনও ভোলা যাবে না। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে। পুলিশ বাহিনী সবসময়ই জনগণের পাশে থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে, শহীদদের আদর্শ আমাদের প্রেরণার উৎস।”
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |