| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার ধলসা–পোড়াদহ সড়কের ঝুঁকিপূর্ণ ব্রীজ সংস্কারের দাবি

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 28-08-2025 ইং
  • 1427 বার পঠিত
কুষ্টিয়ার ধলসা–পোড়াদহ সড়কের ঝুঁকিপূর্ণ ব্রীজ সংস্কারের দাবি
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার ধলসা–পোড়াদহ সড়কের ঝুঁকিপূর্ণ ব্রীজ সংস্কারের দাবি

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধলসা–পোড়াদহ সড়কের জিকে (গঙ্গা–কপোতাক্ষ) ক্যানেলের উপর নির্মিত ব্রীজটি অতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসীসহ পথচারীরা।ব্রীজটির পাশেই রয়েছে আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়। প্রতিদিন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসার একমাত্র ভরসা এই ভগ্নপ্রায় ব্রীজ। ফলে দুর্ঘটনার আশঙ্কায় তারা প্রতিদিন ভয় নিয়ে যাতায়াত করছে। স্থানীয়রা জানান, ব্রীজটির সলিং ভেঙে গেছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যালয়ের শিক্ষার্থীরাও আতঙ্কের কথা জানিয়ে বলেন, ব্রিজের উপর দাঁড়ালে মনে হয় ভেঙে যাবে। তবে বিকল্প কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়েই এই সড়ক ব্যবহার করতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় প্রবীণদের দাবি, এই ব্রীজ দিয়ে শুধু শিক্ষার্থী নয়, অসুস্থ রোগীকেও হাসপাতালে নিতে হয়। বড় দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে? অতিদ্রুত এই ব্রীজ সংস্কারের দাবি জানিয়ে এলাকাবাসী বলেন, “অন্যথায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের প্রাণহানি ঘটতে পারে যে কোনো মুহূর্তে। এ ব্যাপারে মিরপুর উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান জানান, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে সয়েল টেস্ট ও টপো সার্ভে ঢাকায় পাঠানো হয়েছে। এতে কিছুটা সময় লাগবে। তবে যদি বেশি বিলম্ব হয়, তবে আপাতত ব্রীজটির উপর ঢালাই করে দেওয়ার ব্যবস্থা করা হবে।”

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম