| বঙ্গাব্দ
ad728
ad728

এক ম্যাচে চমকে দিয়ে আবার পুরোনো চেহারায় ঢাকা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 16-01-2025 ইং
  • 1124 বার পঠিত
এক ম্যাচে চমকে দিয়ে আবার পুরোনো চেহারায় ঢাকা
ছবির ক্যাপশন: শতরানের জুটি গড়েছেন তামিম–ম্যালান

কোন দল জিততে চলেছে, সেটা ঠিক হয়ে গেছে প্রথম ইনিংস শেষেই। ঢাকা ক্যাপিটালসের যে বোলিং আক্রমণ, তাতে আর যাই হোক প্রতিপক্ষকে ১৩৯ রানের মধ্যে আটকে ফেললে সেটা অবিশ্বাস্য কিছুই হতো। তার ওপর প্রতিপক্ষ তামিম ইকবালের ফরচুন বরিশাল, যে দলের ব্যাটিং লাইনআপ এবারের বিপিএলের অন্যতম সেরা। এরপর যা হওয়ার তা-ই হয়েছে। ঢাকা ক্যাপিটালসের ১৩৯ রান ফরচুন বরিশাল টপকে গেছে ২৪ বল আর ৮ উইকেট হাতে রেখে। ৬ ম্যাচে বরিশালের এটি চতুর্থ জয়। আর ঢাকা? ৮ ম্যাচে এটি তাদের সপ্তম হার। তাদের একমাত্র জয় সর্বশেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে। সিলেটে লিটন দাস ও তানজিদ হাসানের সেঞ্চুরি সেই জয় এসেছিল রেকর্ড গড়ে।আগের ম্যাচে প্রথম জয় তোলা ঢাকা আবার হারের ধারায় গেলেও একটা দিক থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়ার কথা। তাদের বোলাররা অন্তত আজ পিচে বল রাখতে পেরেছেন। আফগানিস্তানের অলরাউন্ডার ফরমানউল্লাহ নিজের প্রথম ওভারে যা শুরু করেছিলেন তাতে আজও পিচের বাইরে বলের মিছিল শুরু হয়ে যাওয়ার শঙ্কা ছিল।তবে শেষমেশ ভালোই করেছেন। সেই ওভারে ১০টি বলেই ওভার শেষ করতে পেরেছেন। শুথিসারা পেরেরা, চতুরঙ্গা ডি সিলভা সেই ধারাবাহিকতা ধরে রেখেই বোলিং করেছেন। শুরুতে নাজমুল হোসেনকে হারানো বরিশাল তামিম ও ডেভিড ম্যালানের জুটির সুবাদে হেসেখেলে জিতেছে। ৮০ বলে ১১৭ রানের জুটি গড়েন এই দুই বাঁহাতি। ফিফটি পেয়েছেন তামিম, পেরেরার বলে আউটের আগে করেন ৬১ রান।ধু তো ফরমানউল্লাহ নন, এই দলে তাঁর মতো অনেকেই আছেন। যাদের মূল উদ্দেশ্যে কোনোভাবে ওভারটা শেষ করা। 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম