| বঙ্গাব্দ
ad728
ad728

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য আপত্তিকর মন্তব্য শুনতে হয়েছে অভিনেত্রীকে

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 24-12-2024 ইং
  • 45293 বার পঠিত
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য আপত্তিকর মন্তব্য শুনতে হয়েছে অভিনেত্রীকে
ছবির ক্যাপশন: কানু বেহেলের ‘আগ্রা’ ছবিটি এখনো মুক্তি পায়নি

কানু বেহেলের ‘আগ্রা’ ছবিটি এখনো মুক্তি পায়নি। তবে গত বছর কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। সিনেমার কিছু অন্তরঙ্গ দৃশ্য অনলাইনে ফাঁস হয়, একবার তো পুরো সিনেমাই ছড়িয়ে পড়ে অন্তর্জালে। এরপর ছবিতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা রুহানি শর্মা ট্রলের শিকার হন। এ সময় তাঁর মানসিক অবস্থা কী হয়েছিল, তা নিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ বিবৃতি প্রকাশ করেন তিনি। রুহানি লিখেছিলেন, ‘কাজের প্রতি দায়বদ্ধ থাকা, অনেক নির্ঘুম রাত, নানা ধরনের বাধাবিপত্তি; সব মিলিয়ে একটা সিনেমায় অভিনয় খুবই চ্যালেঞ্জিং। ফলে কিছু দৃশ্য দেখে আপত্তিকর মন্তব্য করা খুবই দুর্ভাগ্যজনক। আমি নিজের সিনেমা পছন্দ নিয়ে খুশি, যা করেছি সে জন্য গর্বিত।’অভিনেত্রী আরও লিখেছিলেন, অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর বিদ্রূপের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ১৯৯৪ সালের ১৮ সেপ্টেম্বর হিমাচল প্রদেশের সোলানে জন্ম রুহানির। সম্পর্কে অভিনেত্রী আনুশকা শর্মার চাচাতো বোন। মডেলিং থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় রুহানির। কলেজে পড়ার সময়ে মডেলিংও শুরু করেন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম