| বঙ্গাব্দ
ad728
ad728

২০২৫-এ বিশ্ব যে ১০ ঘটনায় নজর রাখবে

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 01-01-2025 ইং
  • 43914 বার পঠিত
২০২৫-এ বিশ্ব যে ১০ ঘটনায় নজর রাখবে
ছবির ক্যাপশন: ছবি প্রতীকী

ডোনাল্ড ট্রাম্পকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই সিদ্ধান্ত নিতে হবে রাশিয়া ও চীনের সঙ্গে মার্কিন সম্পর্ক নিয়ে। ট্রাম্প হয়তো ইউক্রেনের জন্য ‘ভূমির বিনিময়ে শান্তি’ চুক্তি প্রস্তাব করবেন। তবে তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করবেন কি?  ইউরোপের নিরাপত্তার জন্য রাশিয়াকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও হতে পারে।

বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য চীন অনেক গুরুত্বপূর্ণ। ট্রাম্প কি চীনা পণ্য আমদানিতে নতুন শুল্ক চাপিয়ে তাইওয়ানকে রক্ষায় মনোযোগী হবেন? নাকি চীন ও রাশিয়ার অংশীদারত্বকে কাজে লাগিয়ে ইউক্রেন নিয়ে বড় কোনো চুক্তি করবেন? এমন চুক্তি চীন, রাশিয়া ও আমেরিকার মধ্যকার সম্পর্ককে অস্থায়ীভাবে ভালো করতে পারে। ট্রাম্প এমন বড় পরিবর্তনের চেষ্টা করলে নিজেকে লাগামছাড়া করতে হবে। ট্রাম্পের প্রত্যাবর্তন এশিয়ার জন্য বাণিজ্যযুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। তাঁর নীতি তাইওয়ান, দক্ষিণ চীন সাগর ও উত্তর কোরিয়ার মতো স্পর্শকাতর ইস্যুতে সংঘাত বাড়াতে পারে। মিত্রদের করতে পারে হতাশ।

উত্তর কোরিয়া রাশিয়ার পক্ষে যুদ্ধে জড়িয়েছে। ট্রাম্প ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল হবে। অর্থনৈতিকভাবে, ট্রাম্পের চীনের ওপর শুল্ক আরোপ এবং চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের কার্যকলাপের নিয়ন্ত্রণ বৃদ্ধি নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের নির্বাচনী পরিস্থিতিও নজরে থাকবে।২০২৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণে বৈশ্বিক প্রচেষ্টা তীব্র হবে। প্যারিসে এআই অ্যাকশন সামিট (ফেব্রুয়ারি) নীতিমালা গঠনে ভূমিকা রাখবে। রুয়ান্ডায় (এপ্রিল) সম্মেলনে এআই নিয়ে আফ্রিকার ভূমিকা স্পষ্ট করা হবে।

আগস্টে কার্যকর হবে ইইউয়ের এআই আইন, যা বৈশ্বিক মানদণ্ড নির্ধারণ করতে পারে। জাতিসংঘের গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট উদীয়মান দেশগুলোর প্রভাব বাড়াবে। সরকারগুলোর বড় চ্যালেঞ্জ হবে  সর্বজনীন কল্যাণে এআইর ব্যবহার নিশ্চিত করা।ট্রাম্প যদি চীনা পণ্যে ৬০ শতাংশ এবং অন্যান্য পণ্যে ১০ থেকে ২০ শতাংশ শুল্ক আরোপ করেন, তাহলে অন্যান্য দেশ পাল্টা শুল্ক আরোপ করতে পারে। এর সঙ্গে অভিবাসীদের গণনির্বাসন ও ট্রাম্পের ব্যয়বহুল নীতিমালা যুক্ত হলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে।

ডিজিটাল মুদ্রা ও আর্থিক সেবা নিয়ন্ত্রণ শিথিল করতে ট্রাম্পের সমর্থন অন্যান্য দেশকে তাদের আর্থিক ব্যবস্থা সুরক্ষার পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে।জার্মানির নতুন সরকারকে দেশের অর্থনৈতিক সংকট এবং সমস্যাগ্রস্ত গাড়িশিল্পের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। পাশাপাশি ইইউর নেতৃত্ব পুনরুজ্জীবিত এবং ইউক্রেনকে সমর্থন প্রদান করতে হবে।

আটলান্টিক নিয়ে ট্রাম্পের অবস্থান অনিশ্চিত।  ইউরোপীয় নিরাপত্তা জোরদার করতে ইউরোপীয় কমিশন একটি প্রতিরক্ষা শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা করছে। অর্থনৈতিক নিরাপত্তা ইইউর প্রধান অগ্রাধিকার। তারা নির্ভরশীলতা কমানো, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মার্কিন-চীন বাণিজ্য উত্তেজনার প্রভাব থেকে নিজেদের রক্ষা করার কৌশল জোরদার করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম