| বঙ্গাব্দ
ad728
ad728

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা প্রথম দায়িত্ব: প্রেস সচিব

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 18-01-2025 ইং
  • 38852 বার পঠিত
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা প্রথম দায়িত্ব: প্রেস সচিব
ছবির ক্যাপশন: সেমিনারে বক্তব্য দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘পুরো জাতি যদি সোচ্চার থাকে এবং আমরা যদি চাপ রাখতে পারি তাহলে ঠিকই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। সে যেভাবে তার বাবার খুনিদের হন্ত হয়ে খুঁজে এনেছে, তেমনি যতদিন এই অন্তর্বর্তী সরকার আছে এবং পরবর্তী সরকার যারা হবে, সবাই মিলে আমাদের প্রথম দায়িত্ব হবে তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা। এর জন্য যত রকমের আন্তর্জাতিক চাপ তৈরি করা যায়, সেটা সরকার করছে।’ শনিবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে শফিকুল আলম এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা আমাদের কূটনৈতিক চাপটা জারি রেখেছি, সবাইকে আমরা বলছি। ইতোমধ্যে আপনারা দেখেছেন, তার (শেখ হাসিনা) একটা ভাগনি আর মন্ত্রী নেই।’  বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস) যৌথভাবে সেমিনারটি আয়োজন করে। এতে শফিকুল আলম আরও বলেন, ‘জুলাইয়ের বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাষ্ট্র সংস্কার। আমরা তা যথাযথভাবে করছি। তবে এমন কিছু কাজ হচ্ছে, তাতে অনেকেই ভাবছে বিপ্লবটা বেহাত হয়ে গেল কিনা। আমি নিশ্চিত করতে চাই, বিপ্লব বেহাত হচ্ছে না।’ অধ্যাপক রশিদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাংগীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক হোসাইন আল মামুন। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম