ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) পদে ৯ জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর)
পদসংখ্যা: ৯
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআর/ম্যানেজমেন্ট/ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)/ইন্টারন্যাশনাল বিজনেস/অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/ইন্টারন্যাশনাল রিলেশনস/অর্থনীতি/আইন/মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা এইচআর/ম্যানেজমেন্ট/এমআইএস/ইন্টারন্যাশনাল বিজনেস/অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিষয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ-৫-এর স্কেলে অন্তত ৪.০ ও ৪-এর স্কেলে অন্তত ৩.০ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।
বয়স: ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। তবে ডিপিডিসির কর্মীদের ক্ষেত্রে বয়সসীমা পাঁচ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
চাকরির ধরন: এক বছরের প্রবেশনকালসহ তিন বছরের চুক্তিভিত্তিক। সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।
বেতন-ভাতা: মাসিক মূল বেতন ৩৯,০০০ টাকা। মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া ভাতা (তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ), দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইনস্যুরেন্স, ছুটি নগদায়ন, বছরে দুই মাসের মূল বেতনের সমান মেডিকেল ভাতা ও যাতায়াত ভাতার সুযোগ আছে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |