কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামে কুষ্টিয়া টু ঝিনাইদহ হাইওয়ে রোডের পাশে। অবৈধভাবে জবর দখল করে নির্মাণ করা হচ্ছে টিনশেড অবকাঠামো। এ যেন দেখার কেউ নেই যার যা ইচ্ছা তাই করে যাচ্ছে সরকারি জমির উপর। শনিবার (১২ এপ্রিল) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় টিনশেড অবকাঠামো নির্মাণ কাজ প্রায় শেষ।নির্মানাধীন টিনশেড বাড়ির মালিকের নাম সুরুজ খুলু। তখন তিনি বাড়িতে ছিলেন না তার স্ত্রীর সাথে কথা বলে জানা যায় তারা সরকারের নিকট হতে কোনরকম ইজারা না নিয়ে ইচ্ছামত অবাধে কুষ্টিয়া ঝিনাইদহ হাইওয়ে রোডের পাশে স্বস্তিপুর গ্রাম নামক স্থানে এই অবকাঠামো নির্মাণ করে যাচ্ছেন। এই অবকাঠামোর পাশেই রয়েছে কুষ্টিয়া হাইওয়ে থানা ও আলামপুর ইউনিয়ন পরিষদ। একটু ভিতরে গেলেই ভাদালিয়া ভূমি অফিস এত কিছু থাকা সত্ত্বেও সরকারি জমির উপর অবাধে অবকাঠামো নির্মাণ, এ যেন দেখার কেউ নেই। সরকারি জমি রক্ষায় প্রশাসনের তৎপরতা অতি জরুরী তা না হলে যে যেমন ইচ্ছা সরকারি জমি দখল করে নিবে। সুশীল সমাজ ও প্রশাসনের কর্মকর্তাদের সম্মিলিত উদ্যোগে দূর হতে পারে এই ধরনের অবৈধ স্থাপনা। আর যদি প্রশাসন নীরব ভূমিকা পালন করে থাকে তাহলে যার যা ইচ্ছা তাই করে যাবে সমাজে। স্বস্তিপুর গ্রামের এলাকাবাসীর দাবি এই ধরনের অবৈধ স্থাপনা যেন কেউ নির্মাণ করার সাহস না পায় সেজন্য প্রশাসনকে তৎপর হতে হবে। কুষ্টিয়া টু ঝিনাইদহ হাইওয়ে রোডের পাশে এই ধরনের স্থাপনা নির্মাণ করা সম্পূর্ণরূপে অবৈধ। এলাকাবাসীর মনে প্রানের দাবি এই ধরনের অবৈধ স্থাপনা যেন কোন রকম ভাবে নির্মাণ না করতে পারে সেই জন্য প্রশাসন তৎপর হবে এবং এই ধরনের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেবে বলে সকলের প্রত্যাশা।