| বঙ্গাব্দ
ad728
ad728

চুম্বনদৃশ্য নিয়ে এত কাণ্ড

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 15-01-2025 ইং
  • 39644 বার পঠিত
চুম্বনদৃশ্য নিয়ে এত কাণ্ড
ছবির ক্যাপশন: হেমলক সোসাইটি’র সিকুয়েলে মিমি নন থাকবেন কৌশানী

টানা কাজ করতে পছন্দ করেন পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জি। গত বছরের দুর্গাপূজায় দেবকে নিয়ে ‘টেক্কা’ বানিয়েছিলেন তিনি। চলতি মাসেই আবার মুক্তি পাবে নতুন সিনেমা ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। এরপর আছে ‘উইঙ্কল টুইঙ্কল’। আর তারই মধ্যে শোনা গিয়েছিল ‘হেমলক সোসাইটি’র সিকুয়েলের কথা। সেই ছবির নিয়েই বেধেছে বিপত্তি।২০১২ সালে মুক্তির পর সৃজিতের ‘হেমলক সোসাইটি’ আলোচিত হয়েছিল। ছবির প্রধান দুই চরিত্রে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক। কয়েক মাস ধরেই ছবিটির সিকুয়েল নিয়ে চর্চা হচ্ছে। তবে সম্প্রতি এই সিনেমা নায়িকা নিয়ে গোল বাধে। শুরু থেকেই ছবিটিতে নায়িকার চরিত্রে মিমি চক্রবর্তীকে ভেবে রেখেছিলেন নির্মাতা সৃজিত। চিত্রনাট্য পড়ে মিমিও খুব রোমাঞ্চিত ছিলেন। কিন্তু ঝামেলা বাধে সিনেমার চুমুর দৃশ্য নিয়ে। চিত্রনাট্য পছন্দ করলেও পর্দায় চুম্বনের দৃশ্যে অভিনয় করতে রাজি ছিলেন না অভিনেত্রী। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণের খবর অনুযায়ী, মাসখানেকের মতো সময় পেরিয়ে গেলেও মিমি ছবিটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। সৃজিত তখন নায়িকার চরিত্রে মিমির বদলে কৌশানী মুখার্জিকে চূড়ান্ত করেন। অন্যদিকে সেই সময়ই নাকি মিমি শেষ পর্যন্ত রাজি হয়েছিলেন এই ছবির জন্য।কিন্তু কৌশানীকে সৃজিত বেছে ফেলায় সেটা আর হয়নি। চুম্বনদৃশ্য থাকার কারণে মিমি সৃজিতের সিনেমা ফিরিয়ে দিয়েছেন, এমন খবর প্রকাশের পর অন্তর্জালে বিস্তর চর্চা হয়েছে। অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা কার্যত দুই দলে ভাগ হয়ে মিমির সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন। নতুন খবর, শেষ পর্যন্ত কৌশানীই থাকছেন ছবির নায়িকা। সৃজিতের নতুন এ ছবির নাম ঠিক হয়েছে ‘কিলবিল সোসাইটি’। প্রথম কিস্তির মতো এ ছবিতেও নায়ক পরমব্রত। এই প্রথম পর্দায় জুটি হবেন পরম ও কৌশানী। আগামী মাস থেকেই কলকাতায় শুরু হবে ‘কিলবিল সোসাইটি’র শুটিং।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম