| বঙ্গাব্দ
ad728
ad728

স্বামীর জন্মদিনে চমক লিখলেন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 20-01-2025 ইং
  • 37512 বার পঠিত
স্বামীর জন্মদিনে চমক লিখলেন
ছবির ক্যাপশন: রুকাইয়া জাহান চমক

মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক গত বছরের জুনে আজমান নাসিরের সঙ্গে তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আনেন। ৯ টাকা দেনমোহরের সেই বিয়ের মাধ্যমে চমক সবাইকে চমকে দিয়েছিলেন। বিয়ের পর আজ তাঁর স্বামীর প্রথম জন্মদিন। দিনটি উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি। স্বামীর উদ্দেশে চমক তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তোমার হাত ধরে চাঁদনি রাতে হাজারো রাত একসঙ্গে কাটাতে চাই....এভাবে জীবনটা উদ্‌যাপন করে যেতে চাই প্রিয়।’আজমান নাসিরের জন্মদিনে ফেসবুকে রুকাইয়া চমক লিখেছেন, ‘প্রিয় স্বামী, আজ তোমার জন্মদিন। এই পৃথিবীতে তোমার উপস্থিতি আমার জন্য আনন্দের, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। শুধু তোমাকে বলতে চাই, চা হাতে হাজারো সূর্যাস্ত আমরা উপভোগ করতে চাই। হাজারো সকালের উষ্ণ আলিঙ্গনে মেতে থাকতে চাই। মধ্যরাতে আমাদের পাগলামি আর খুবই সাধারণ ও অর্থহীন বার্তা চালাচালি চলুক। হাজারো কফি ডেটে যেতে চাই। কে তোমার ছবি পছন্দ করল, তা নিয়ে ঝগড়া চলুক। উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালিয়ে ঘুরে বেড়ানো। আমাদের পছন্দের গান শোনা। একসঙ্গে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করা। তোমার সঙ্গে মিলে অদ্ভুত সব রান্না করা। কারণ ছাড়াই তোমাকে বিরক্ত করা। চাঁদনি রাতে হাজারো রাত তোমার হাত ধরে কাটাতে চাই...এভাবেই আমার জীবনটা তোমার সঙ্গে কাটিয়ে দিতে চাই। অনেক অনেক অনেক শুভকামনা। শুভ জন্মদিন।’গত বছরের জুনে ব্যবসায়ী আজমান নাসিরের সঙ্গে বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর চমক ও তাঁর স্বামীকে নিয়ে চর্চা হতে থাকে। এর মধ্যে কেউ কেউ বলেন, নাসিরের এটি তৃতীয় বিয়ে আর চমকের দ্বিতীয়। বিয়ে প্রসঙ্গে নাসির তাঁর অবস্থান আগে পরিষ্কার করলেও চমক বলেছিলেন, ‘সবাই এত কিছু লিখছিল, এটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না। এটা তো আমার একান্ত ব্যক্তিগত।’আজমান নাসিরকে বিয়ে প্রসঙ্গে ফেসবুকে চমক লিখেছিলেন, ‘যদি মনের মিল হয়, তবে ৯০০ টাকার শাড়ি পরেও বিয়েতে বসা যায়!’ সমালোচকদের প্রতি প্রশ্ন ছুড়ে চমক এ–ও লিখেছিলেন, ‘জন্ম, মৃত্যু, বিয়ে নাকি পূর্বনির্ধারিত ভাগ্য, তাহলে বিয়ে বিষয়টি নিয়ে কেন আমরা এত আলোচনা-সমালোচনা করি? বিধাতা আমার বিয়েটা এই মানুষটার সঙ্গেই লিখে রেখেছিল। এই মানুষটাকে সবাই প্রচণ্ড ধনকুবের কিংবা অসম্ভব ক্ষমতাশীল, খারাপ বা চরিত্রহীন মানুষ বলছে, অথচ এই মানুষটা এগুলোর একটাও না! টাকাপয়সা, ক্ষমতা; বরং আমারই বোধ হয় একটু বেশি! এখন নিশ্চয়ই বলবেন, তাহলে কেন তাকে বিয়ে করলাম?’

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম