| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় স্কুল প্রাঙ্গনে দিনব্যাপী পিঠা পুলির উৎসব

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 18-01-2025 ইং
  • 601 বার পঠিত
কুষ্টিয়ায় স্কুল প্রাঙ্গনে দিনব্যাপী পিঠা পুলির উৎসব
ছবির ক্যাপশন: দিনব্যাপী পিঠা পুলির উৎসবের আয়োজন করেছেন চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল কবুরহাট, কুষ্টিয়া কর্তৃপক্ষ

কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম   
চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল প্রাঙ্গনে দিনব্যাপী পিঠা পুলির উৎসবের আয়োজন করেছেন স্কুল কর্তৃপক্ষ। শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার সময় চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল, কবুরহাট, কুষ্টিয়া প্রাঙ্গনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয়ে উৎসবটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এস এম কামরুজ্জামান- সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কুষ্টিয়া। বিশেষ অতীতে হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ বাবলু সাবেক বটতল ইউনিয়ন  চেয়ারম্যান, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালেদ হোসেন হেলাল - সভাপতি ( চাইল্ড কেয়ার কিন্ডারগার্ডেন এন্ড হাইস্কুল, কবরহাট, কুষ্টিয়া)। আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক - সাজেদা পারভিন, সহকারি শিক্ষক - মোঃ রেজাউল করিম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ বশিরুল ইসলাম, মোঃ ফাহিম ফরহাদ, ইয়াছির আরাফাত, মোঃ মাহাফুজুর রহমান, মোছাঃ সাহারা বানু, ফারহানা সুলতানা, কুমকুম নাহার,  মোছাঃ আফরোজা খাতুন, ফজলে রাব্বি, কাজী হেদায়েতুল ইসলাম, উজ্জল আজম, রাসেল রানা, সামেলা খাতুন, ফিরোজা খাতুন, মোঃ আতাউর রহমান। পিঠা পুলির স্টলে বিভিন্ন ধরনের স্লোগান রয়েছে "খেয়ে যাও এসে পিঠাপুলির দেশে।" "শীতের সকাল মেতে ওঠে উৎসবের মেলায় হরেক রকম পিঠাপুলি আনন্দের ঝলকায়।" "ঢাকাইয়া পিঠা খাইতে বড় মিঠা। "পিঠা পুলির স্টল গুলোর মধ্যে রয়েছে "বাংলার কালাই রুটি।  ঢাকাইয়া পিঠা। শীতের রাজ্যে পিঠার বাহার। বন্ধু পিঠা ঘর। পিঠার রাজ্য। ইষ্টিকুটুম পিঠা ঘর। নাবিহা ফুচকা ও চটপটি। হৃদয় হরণ পিঠা ঘর। পিঠা পল্লী। নিউ পিঠা হাউস। পিঠা সরোবর। বাঙালির পিঠা ঘর। বাড়ির পাশে কেক ঘর। গোল্ডেন মার্সেল। প্রধান অতিথি মেলা পরিদর্শন শেষে পায়রা উত্তোলনের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বাঙালির ঐতিহ্য, কৃষ্টি ও গ্রামীণ সংস্কৃতির ধারক এবং বাহক এ পিঠা উৎসব। প্রতিবছর যেন এই ধরনের মেলা অনুষ্ঠিত হয় সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে তিনি মত প্রকাশ করেন। শীতের সকাল থেকে শিক্ষার্থী অভিভাবকরা মেলার প্রাঙ্গনে ভিড় জমায়। পিঠা মেলায় স্থান পেয়েছে জিরা পিঠা, ভাপা, নকশি, চিতই, পাঠিসাপটা, জামাই বরণ পিঠা, ডাল ও তালের পিঠাসহ অর্ধশতাধিক স্টলে প্রায় তিন শতাধিক পিঠার সমারাহ। আর এসব গ্রাম বাংলার বিভিন্ন পিঠার পসরা সাজিয়ে বসেছে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। দিনব্যাপী পিঠা উৎসবে গ্রাম্য মেলায় মেতে ওঠেন শিক্ষার্থীরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম