| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ভুট্টা চাষে বাম্পার ফলনের স্বপ্ন চাষিদের

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 17-01-2025 ইং
  • 38416 বার পঠিত
কুষ্টিয়ায় ভুট্টা চাষে বাম্পার ফলনের স্বপ্ন চাষিদের
ছবির ক্যাপশন: কৃষকরা মাঠে ভুট্টার আবাদ করেছে

কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম 
কুষ্টিয়ায় এবছর ভুট্টার বাম্পার ফলনের স্বপ্ন চাষিদের। অনুকূল আবহাওয়ার কারণে ভুট্টার ফলন ভালো হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম আবাদ হলেও ভুট্টাচাষিরা লাভের স্বপ্ন দেখছেন। বিগত কয়েক বছরের তুলনায় এ বছর কুষ্টিয়া জেলাই প্রচুর পরিমাণ ভুট্টার আবাদ হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায় কৃষকরা মাঠে মাঠে ভুট্টার আবাদ করেছে। গত বছর অর্থকারী এ ফসলের দাম বেশ ভালো পাওয়া এবং কৃষি সম্প্রসারণের নানা উদ্যোগে বেড়েছে ভুট্টার আবাদ। সেই সাথে আধুনিক জাত ও আবহাওয়া অনুকূলে থাকায় হেক্টরপ্রতি ফলনও বেড়েছে। এ বছর কুষ্টিয়া জেলায় লক্ষ্যমাত্রার কাছাকাছি জমিতে আবাদ হয়েছে ভুট্টার। এতে এবছরও ভুট্টা চাষে লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে। অর্থকরী ফসল হওয়ায় ভুট্টা চাষ করে আর্থিক চাহিদা মিটিয়ে থাকেন কৃষকরা। গতবছর ভুট্টার দাম ভালো পাওয়ায় চলতি মৌসুমে ভুট্টা চাষ আরও বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন কৃষক ও কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার ফলনও ভালো আশা করছে কৃষি বিভাগ। প্রতি বিঘা জমিতে ভুট্টা চাষে কৃষকদের খরচ হয়েছে ১০ থেকে ১৫ হাজার টাকা। আর ফলন হওয়ার আশা করছে প্রতিবিঘা জমিতে ৪৫ থেকে ৫০ মণ পর্যন্ত। কোনো ক্ষেত্রে আরও বেশি। যা অধিক পরিশ্রমী ক্ষতিকর তামাক চাষ থেকে বেশি লাভ হওযার প্রত্যাশা করছে   কৃষকরা আগামীতে ভুট্টা চাষ আরও বৃদ্ধি ঘটাবে বলে জানিয়েছেন কৃষকরা। কুমারখালি উপজেলার চাপড়া ইউনিয়নের কৃষক সাব্বির হোসেন জানান, এবছর ৩ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি বিঘা প্রতি ৪০ মণেরও বেশি ফলনের আশা করছি। ভুট্টা চাষে কম পরিশ্রম ও অধিক লাভজনক হওয়ায় আগামীতে আরও বেশি জমিতে ভুট্টার চাষ করবেন বলে জানান তিনি। আবার ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে ভুট্টা ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে তারাও লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন মহসিন আলী নামে এক আড়তদার। কম খরচ ও অল্প পরিশ্রমে অধিক লাভ হওয়ায় প্রতি বছরই ভুট্টা চাষ বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে কৃষকদের প্রণোদনা প্রদান ও প্রযুক্তিনির্ভর করতে প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি সব ধরনের সহায়তা দিয়ে থাকেন কৃষি বিভাগ বলে জানিয়েছেন কুমারখালী উপজেলার  কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাইসুল ইসলাম উপজেলা কৃষি অফিসার। তিনি জানান, ভুট্টা চাষের খরচ তুলনামুলক কম এবং লাভ বেশি হওয়ায় এ অঞ্চলে ভুট্টার আবাদ দিনদিন বেড়েই চলেছে। আমরা কৃষকদের ভুট্টা চাষে প্রশিক্ষণ এবং সরকারি প্রণোদনা দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করছি। সেই সাথে দাম বাড়ার কারণে বেশি আগ্রহী হয়েছে কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান জানান, চলতি বছরে কুষ্টিয়া জেলা জুড়েই ভুট্টার বাম্পার ফলন হবে। বিগত বছরের তুলনায় এবার আবাদও বেশি। সরকারি প্রনোদনায় আমরা কৃষকরা সার ও বীজ প্রদান করেছি। দামও বেশ ভালো পেয়েছে কৃষকরা। আগামীতে আরও ভুট্টার চাষ বেশি হবে বলে আশা করেন তিনি। তিনি আরও বলেন, কৃষি প্রণোদনা, ভুট্টা চাষে প্রশিক্ষণ, আধুনিক জাতের সম্প্রসারণের পাশাপাশি ভুট্টা চাষ লাভজনক হওয়ায় কৃষকরা বেশি আগ্রহী হয়েছেন ভুট্টা চাষে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লক্ষিপুর এলাকার কৃষক জালাল উদ্দিন জানান, গত বছর আমি ৩ বিঘা জমিতে ভুট্টার চাষ করেছিলাম। দাম ভালো ছিলো বলে এবার এক বিঘা বেশি চাষ করেছি। বিঘা প্রতি আমার ১২-১৫ হাজার টাকা মতো খরচ হয়েছে। ফলন প্রায় বিঘাতে ৪৪-৪৫ (কাঁচা) মন করে পেয়েছি। কাঁচা ভুট্টা জমি থেকে সংগ্রহ করেই ৮৫০ -১০০০ টাকা মন হিসাবে বিক্রি করেছি। অন্য ফসলের তুলনায় ভুট্টায় দ্বিগুণ লাভ হয়। ভুট্টায় খরচ করলে কোনো লস নাই এখন। একই এলাকার কৃষক স্বপন আলী জানান, গত  বছর ভুট্টার যে দাম তাতে তামাকের তুলনায় বেশি লাভ। ২ বিঘা জমিতে ভুট্টার চাষ করেছি ৬০ হাজার টাকার মতো বিক্রি করেছি। খরচ হয়েছিলো সব মিলিয়ে প্রায় ২৫-২৬ হাজার টাকা। মিরপুর উপজেলার কৃষক মারুফ জানায়, গতবার ভুট্টার ফলনও বেশ ভালো হয়েছে। সারের দাম বেশি হওয়ায় প্রতি বিঘা জমিতে ভুট্টা চাষে খরচ হয়েছে ১২ থেকে ১৫ হাজার টাকা। আর ফলন হয়েছে প্রতিবিঘা জমিতে ৪৫ থেকে ৫০ মন পর্যন্ত। কোনো ক্ষেত্রে আরও বেশি। কুমারখালি উপজেলার মৌসুমী ভুট্টার ব্যবসায়ী রাশিদ জানান, গত বছর থেকে বাইরের জেলা থেকে পাইকারী ভুট্টা ক্রেতারা আসছেন তাই দাম ভালো পাওয়া যাচ্ছে।কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের সার্বিক সহায়তা দিলে কৃষিক্ষেত্র আরও সমৃদ্ধ হবে এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টরা।  

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম