| বঙ্গাব্দ
ad728
ad728

গ্র্যামির লালগালিচায় সেরা ফ্যাশনমুহূর্ত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 03-02-2025 ইং
  • 33102 বার পঠিত
গ্র্যামির লালগালিচায় সেরা ফ্যাশনমুহূর্ত
ছবির ক্যাপশন: গ্র্যামির লালগালিচা

সংগীতে স্বীকৃতির পাশাপাশি বছরের সেরা ফ্যাশনমুহূর্ত তৈরির একটা উপলক্ষ গ্র্যামির লালগালিচা। এবারের আসরে ফিরেছে ‘অল ব্ল্যাক’ ট্রেন্ড। লেডি গাগা, মাইলি সাইরাস, অলিভিয়া রদ্রিগোসহ অনেকেই দেখা দিয়েছেন কালো পোশাকে। একনজরে দেখে নেওয়া যাক গ্র্যামির ৬৭তম আসরের লালগালিচায় নজরকাড়া সব লুক।১৩ বার গ্র্যামিজয়ী লেডি গাগা দেখা দেন লম্বা অন্য রকম হাতার একটা ভিভিয়েন ওয়েস্টউডের তৈরি কালো বল গাউনে। গাউনটির ওপরের অংশ চামড়ায় তৈরি। হাই নেক, পেছনে কয়েকটি ভলিউমে ছড়ানো ট্রেন নজর কেড়েছে।নজর কেড়েছে বিলি আইলিশের হ্যাট। তিনি দেখা দেন প্রাডার ওভারসাইজড সাদা শার্ট, কালো স্যুট-প্যান্টে। সঙ্গে ছিলেন গীতিকার ভাই ফিনেস ও’কনেল।২৫ বছর বয়সী মার্কিন সংগীত তারকা সাবরিনা কার্পেন্টারের ঝলমলে অফ শোল্ডার বডি হাগিং গাউনটি থেকে চোখ সরানো দায়।কার্ডি বি দেখা দেন চকচকে মারমেইড গাউনে, নিখুঁত ফিনিশিংয়ের গাউনটির ট্রেন পালকে তৈরি।টেইলর সুইফও দেখা দেন ভিভিয়েন ওয়েস্টউডের কাস্টম কট্যুর গাউনে। লাল, কুঁচির ভাঁজে অনন্য, সামান্য স্লিট শর্ট গাউনটির ঊরুর কাছে চেইনে ঝুলছে ইংরেজি অক্ষর ‘টি’। টেইলর আর তাঁর প্রেমিক ট্রেভিস (কেসলি) দুজনের নামই শুরু হয় ‘টি’ দিয়ে।৩৯ বছর বয়সী মার্কিন সংগীত তারকা ও র‍্যাপার জ্যানেল মোনার ওভারসাইজড স্যুট, প্যান্ট, ক্যাপ, চেইন আর পাথরের অলংকার, মেকআপ সবই এককথায় ‘টু দ্য পয়েন্ট’।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম