কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট বাজারে অটো ভ্যান বিক্রি করতে এসে দুই চোর জনতার হাতে আটক হয়েছে। জানা যায়,অন্য জায়গা থেকে ভ্যান চুরি করে এনে কবুরহাট বাজারে চুরিকৃত ভ্যান বিক্রি করতে আসে দুই চোর। অতঃপর কবুরহাট বাজারে বিক্রয় সময়কালে বিক্রেতার মাধ্যমে আটক হয় তারা পরে তাদের আটক করে জিজ্ঞাসা বাদ করলে তারা জানায়, এক জনের বাড়ী তহিরামপুর,ও আরেকজনের বাড়ি আলমডাঙা। চোর দুই জন অকোপটে কথাগুলো মানতে অস্বীকৃতি জানালে জনগন হালকা মারধর করে একটি দোকানে আটকে রাখে। চোরদুটি ভ্যানটিকে নিজেদের দাবি করলেও যথাযথ কোন প্রমাণ তারা দেখা ব্যর্থ হয়। এদিকে কুষ্টিয়ায় চোর –ডাকাতের উপদ্রবে জনজীবনে পড়েছে চরম আতংক। জনগণের আসবাবপত্র ও যানবাহন এখন চরম অনিরাপত্তায় রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |