কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় 'ল' এল্যামনাই এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের দোয়া ও ইফতার মাহফিল জেলা আইনজীবী সমিতি চত্বর পদ্মা ভবনের হল রুমে মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার সময় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ্ উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহঃ হারুনুর রশিদ সভাপতি, জেলা আইনজীবী সমিতি, কুষ্টিয়া।শেখ মোঃ আবু সাঈদ সাবেক সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতি, কুষ্টিয়া। এস, এম শাতিল মাহমুদ সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতি, কুষ্টিয়া। দেওয়ান মাসুদ করিম (মিঠু) সাবেক সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতি, কুষ্টিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজুল ইসলাম মুনীর আহ্বায়ক, ইসলামী বিশ্ববিদ্যালয় ল' এল্যামনাই এসোসিয়েশন, কুষ্টিয়া। ইফতারির পূর্বে দেশ দশের সার্বিক মঙ্গল কামনায় দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।