কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১ মার্চ) সকাল ৭.৩০ টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাতে কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান, বিএনপি, জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।নামাজ শেষে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নেতা কর্মীরা। এ সময় রাজনৈতিক মতভেদ ভুলে দেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। ঈদগাহে নানা রকম সাজ সজ্জায় সজ্জিত করা হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এর পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।এছাড়াও জেলার ৬টি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |