| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া জেলা বিএনপি’র দুঃসময়ের আস্থা অর্জনকারী সাহসী কান্ডারি কাজল মাজমাদার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 26-04-2025 ইং
  • 75990 বার পঠিত
কুষ্টিয়া জেলা বিএনপি’র দুঃসময়ের আস্থা অর্জনকারী সাহসী কান্ডারি কাজল মাজমাদার
ছবির ক্যাপশন: কুষ্টিয়া জেলা বিএনপি’র দুঃসময়ের আস্থা অর্জনকারী সাহসী কান্ডারি কাজল মাজমাদার

মোঃ মুনজুরুল ইসলাম 

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে কুষ্টিয়া জেলা শহরের নেতৃত্ব দিয়ে আসছেন ত্যাগী ও পরীক্ষিত নেতা কাজল মাজমাদার। বিএনপির বিগত সময়ে সকল আন্দোলন- সংগ্রামে দুর্দিনে নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়ে অভিভাবক হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির ওয়ানম্যান আর্মি খ্যাত জনপ্রিয় নেতা কাজল মাজমাদার। তিনি কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। যিনি তাঁর সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে জেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনকে একত্রিত রেখে সংগঠনকে শক্তিশালী করে রেখেছিল দুঃসময়ে। বর্তমানে তৃণমূল কর্মীদের একমাত্র দাবি , সুসময়ে বহু অতিথি নেতারা কুষ্টিয়া বিএনপির রাজনীতিতে দেখা গেলেও দুঃসময়ে তাদের দেখা যায়নি। দলের যে কোনো বিপর্যয়ের সময় কুষ্টিয়ার রাজপথ থেকে শুরু করে ঢাকার রাজপথে দলের আন্দোলন-সংগ্রামে সম্মুখ সারীতে ভূমিকা রাখেন কাজল মাজমাদার। পাশাপাশি দলের দুঃসময়ে দীর্ঘ ১৬ বছর যাবৎ হামলা-মামলায় শিকারও হয়েছিলেন কাজল মাজমাদার। দলীয় সূত্রে মতে জানা যায়, দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে কুষ্টিয়া বিএনপিসহ দলের সকল অঙ্গ-সংগঠনগুলোকে নেতৃত্ব দিয়ে শক্তিশালী সংগঠনে রূপ দিয়েছেন কাজল মাজমাদার। যার কারণে কুষ্টিয়া জেলা বিএনপির একজন ত্যাগী ও সফল রাজনৈতিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন জেলা বিএনপির এই সংগ্রামী যুগ্ন সাধারন সম্পাদক। কাজল মাজমাদারের সঠিক নেতৃত্ব নেতৃস্থানীয় ব্যক্তিদের গুণমান এগিয়ে দিয়েছে। সম্ভবত এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি। নেতৃত্ব মানবসভ্যতার অগ্রগতি ঘটিয়েছে। ভালো নেতৃত্ব ছাড়া কোনো সংগঠন বা গোষ্ঠী সফল হতে পারে না। তবে প্রত্যেকের এ গুণাবলি নেই। কার্যকর নেতৃত্বের জন্য কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের প্রয়োজন হয়। এক্ষেত্রে একজন নেতার আত্মবিশ্বাস একটি বড় গুণ। আত্মবিশ্বাসহীন ব্যক্তি কখনো ভালো নেতা হতে পারে না। একজন নেতাকে অবশ্যই যথেষ্ট আত্মবিশ্বাসী হতে হবে, যাতে অন্যরা তাকে অনুসরণ করে। নেতার অবশ্যই তার সিদ্ধান্ত ও কর্মের প্রতি আস্থা থাকতে হবে। তিনি যদি ‘অনিশ্চিত’ ব্যক্তি হন, তাহলে মানুষ কীভাবে তাকে অনুসরণ করার আগ্রহ পাবে? তাই একজন ভালো নেতা অবশ্যই অন্যদের অনুপ্রাণিত করে। একজন নেতাকে তার অনুসারীদের জন্য আদর্শ হতে হবে। উপরন্তু যখনই সম্ভব অন্যকে অনুপ্রাণিত করতে হবে। তাছাড়া কঠিন পরিস্থিতিতেও একজন নেতাকে আশা হারালে চলবে না। সততা একজন নেতার আরেকটি উল্লেখযোগ্য গুণ। অনুসারীদের ভালোবাসা অর্জনের জন্য সততা গুরুত্বপূর্ণ। সর্বোপরি জনগণের আস্থা অর্জনের জন্য সততা অপরিহার্য। আস্থা হারালে নেতৃত্ব ব্যর্থ হতে বাধ্য। তাই বলা যায় সকল গুনের অধিকারী প্রাণপ্রিয় নেতা কাজল মাজমাদার। সকলের দোয়া ও ভালবাসায় সিক্ত হন্তে এগিয়ে যাবেন এই প্রতাশা মেহনতী মানুষের। 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম