মেহেরপুর প্রতিনিধি হীরক খাঁ
মেহেরপুরের গাংনীতে জুম্মার নামাজ চলাকালীন সময়ে উপজেলা শহরের দুটি মসজিদের পাশ থেকে একই সময়ে চারটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ মে) দুপুর সোয়া একটা থেকে ১টা হতে দুইটার মধ্যে কোন এক সময়ে মোটরসাইকেল চারটি চুরি হয় বলে ধারণা করা হচ্ছে। গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।চুরি যাওয়া মোটরসাইকেলের মালিকরা হলো গাংনী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড বাগানপাড়ার সোলায়মান হোসেনের ছেলে হাবিবুর রহমান লিখন মাস্টার, উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মৃত সালামত শেখের ছেলে রকিবুল ইসলাম, চৌগাছা চার নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে কাবরান আলী ও ধানখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিল্লাল হোসেন। গাংনী থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ মে) দুপুর অনুমান ১টা থেকে ২ টার মধ্যে জুম্মার নামাজ চলাকালীন সময়ে গাংনী পৌরসভাধীন গাংনী উত্তরপাড়া কারবান ফার্নিচারের সামনে থেকে বিল্লাল হোসেন এর ব্যবহৃত Discover 125cc লাল রংয়ের মোটরসাইকেল, যার রেজিঃনং- মেহেরপুর হ ১২-৬৩৫০, কারবান আলী এর ব্যবহৃত TVS stryker 125cc লাল কালো রংয়ের মোটরসাইকেল যার রেজিস্ট্রেশন নাম্বার - মেহেরপুর হ ১২-৮৬৪৮। একই সময় গাংনী পৌরসভা মসজিদের সামনে থেকে হাবিবুর রহমান (লিখন) এর ব্যবহৃত Discover 125cc লাল কালো মোটরসাইকেল যার রেজিঃ- মেহেরপুর হ ১৩-৪৭০৭ এবং রাকিবুল ইসলাম এর ব্যবহৃত Apache RTR 150cc রেজিঃ মেহেরপুর ল ১১-৬৪৯৬ অজ্ঞাতনামা ব্যক্তিরা চুরি নিয়ে চলে যায় বলে জানা গেছে। এ বিষয়ে মোটরসাইকেল মালিকরা গাংনী থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করেছে। কোন চোরচক্রের সংঘবদ্ধ দলের সদস্যরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, জুম্মার নামাজ চলাকালীন সময়ে বিভিন্ন কোম্পানির চারটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মোটর সাইকেলের মালিকগণ থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করেছে। চুরি হওয়া গাড়িগুলো খুঁজে পেতে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |