কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
সারাদেশের ন্যায় কুষ্টিয়ার সদর উপজেলা, খোকসা উপজেলাসহ অন্যান্য উপজেলাতেও ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে কুষ্টিয়া এনএস রোডে র্যালি শেষে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কুষ্টিয়া মেডিকেল কলেজের ছাত্র জনতা, কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র জনতা, কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ছাত্র জনতা বক্তব্য রাখেন। প্রত্যেক বক্তার একই দাবি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড। ধর্ষণকারীরা যত ক্ষমতাধারী হোক না কেন? তাদেরকে কোনরকম ছাড় দেয়া যাবে না। মাত্র ৪ বছর, সাড়ে ৪ বছর, ৭ বছর, ৮ বছর বয়সের শিশুদের ধর্ষণ করছে তাদের স্বল্প সময়ে বিচার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ধর্ষণের শিকার হওয়া ভিকটিম হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করবে আর ধর্ষণকারী প্রকাশ্যে ঘুরে বেড়াবে এটি কোন রকম মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ছাত্র জনতারা। সরকারের দুর্বল প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন প্রশাসনের প্রতি অনুরোধ, প্রশাসন যেন একটু সক্রিয় ভূমিকা পালন করেন যাতে এর পরবর্তী সময়ে কোন ব্যক্তি ধর্ষণ করতে সাহস না পায়। এছাড়াও খোকসা সরকারি কলেজ গেট থেকে খোকসার সচেতন নাগরিক ও সাধারণ ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের র্যালি বের হয়। র্যালিটি খোকসা সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে মূল বাজার প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে খোকসার বিভিন্ন স্কুল-কলেজ ও সচেতন নাগরিক সমাজ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছাত্র জনতার হাতে বিভিন্ন প্লাকার্ড দেখা যায়। প্রত্যেক বক্তার একই দাবি ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড।