কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় চলতি খরিপ মৌসুমে জেলায় পাট চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষি বিভাগ জানিয়েছে, জেলার কৃষকরা নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় অতিরিক্ত জমিতে পাট চাষ করেছেন, যা স্থানীয় অর্থনীতি ও কৃষকদের আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জন্য জেলায় ১২,৫০০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে মে মাসের শেষ নাগাদ চাষ হয়েছে প্রায় ১৩,২০০ হেক্টর জমিতে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭০০ হেক্টর বেশি। জেলার কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা,দৌলতপুর ও ভেড়ামারা উপজেলায় পাট চাষে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। বিশেষ করে পদ্মা ও গড়াই নদী তীরবর্তী এলাকার উর্বর জমি এবং পর্যাপ্ত পানির সরবরাহ পাট চাষে সহায়ক ভূমিকা রেখেছে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে পাটের চাহিদা ও দাম ভালো থাকায় তাঁরা এবার পাট চাষে আগ্রহী হয়েছেন। কুমারখালীর কৃষক আব্দুল মান্নান বলেন, “গত বছর পাটের ভালো দাম পেয়েছিলাম, তাই এবারও পাট চাষ বাড়িয়েছি। ফলনও ভালো হচ্ছে।” কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুপালী খাতুন বলেন, “আমরা কৃষকদের উন্নত জাতের বীজ, সঠিক প্রযুক্তি ও পরিচর্যার বিষয়ে পরামর্শ দিয়ে আসছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার পাটের উৎপাদনেও রেকর্ড হতে পারে।” এদিকে, পাটের সুষ্ঠু সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সহায়তা ও নজরদারির দাবি জানিয়েছেন কৃষকরা। তাঁরা বলেন, উৎপাদন ভালো হলেও যদি বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ প্রক্রিয়া উন্নত না হয়, তাহলে কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন হবে। তাই কুষ্টিয়ায় পাট চাষের এ সাফল্য দেশের পাট শিল্প ও কৃষি অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |