মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় নাহিদ হােসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত নাহিদ জেলার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামের বাবলু হােসেনের ছেলে। বুধবার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে গাংনী-কাথুলী সড়কের চৌগাছা এতিমখানার নিকট এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নাহিদসহ তার কয়েকজন বন্ধু মিলে আলগামন গাড়ী (ইঞ্জিন চালিত যানবাহন) চড়ে একই উপজেলার সাহারবাটী গ্রামে গিয়েছিলেন। বিকেলে সেখান থেকে ফেরার পথে মালবাহী একটি ট্রাকের সাথে আলগামন গাড়ীটির ধাক্কা লাগে। ওই ধাক্কায় নাহিদ আলগামন গাড়ী থেকে পড়ে গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |