কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্বরূপদহ মাঠপাড়া এলাকায় বুধবার (২ জুলাই) রাত আনুমানিক আড়াইটার দিকে একটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় এক লক্ষ টাকা মূল্যের সম্পদ লুট করে নিয়ে যায়।ভুক্তভোগী পরিবারের পরিচয়: বাড়ির মালিক: আনসার আলী (৩০) পিতা: শুকুর আলী ঠিকানা: স্বরূপদহ মাঠপাড়া, পোস্ট অফিস– পোড়াদাহ, উপজেলা– মিরপুর, জেলা– কুষ্টিয়াডাকাতির বিবরণ: আনসার আলী স্ত্রীর ডেলিভারির খরচের জন্য বাজারে ভুট্টা বিক্রি করে নগদ ১৭ হাজার টাকা ঘরের বাক্সে রাখেন। ডাকাত দল প্রথমে পানি খাওয়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে। চার সদস্যের ডাকাত দলের প্রত্যেকের মুখ ছিল ঢাকা এবং সবার কাছেই ছিল দেশীয় ধারালো অস্ত্র। তারা দুইজন পুরুষ সদস্যকে হাত, পা ও মুখ বেঁধে ফেলে, এবং মহিলাদের ভয় দেখিয়ে মূল্যবান মালামাল লুট করে।সুকৌশলে ডাকাত দল স্থান ত্যাগ করে। প্রেক্ষাপট ও প্রতিক্রিয়া:এলাকায় সম্প্রতি একাধিক ডাকাতির ঘটনা ঘটায় স্বরূপদহসহ আশপাশের অঞ্চলে আতঙ্ক বিরাজ করছস্থানীয়দের মতে, প্রশাসনের জোরদার নজরদারি ও টহল না থাকায় এমন ঘটনা বাড়ছে।সুশীল সমাজ ও এলাকাবাসী দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |