কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির। রোববার (৬ জুলাই) সকাল থেকে শহরের মোল্লা তেঘরিয়া এলাকায় অবস্থিত আব্দুল ওয়াহিদ (রহঃ) অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিবিরের সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কুষ্টিয়া জেলা সভাপতি এস. এম. মহসীন আলী। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ খন্দকার এ. কে. এম. আলী মহসীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক আক্তারুজ্জামান, সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক মাওলানা মশিউর রহমান এবং জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। আয়োজিত শিবিরে সংগঠনের নেতৃবৃন্দ কর্মীদের আদর্শ, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। কর্মীদের মাঝে দেশপ্রেম, ইসলামী মূল্যবোধ ও শ্রমিক অধিকার রক্ষার বিষয়ে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়। দিনব্যাপী এই শিক্ষা শিবিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শ্রমিক নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |