রানটা একটু কমই করে ফেলেছে চিটাগং কিংস। নইলে সেঞ্চুরিটা পেতেই পারতেন তানজিদ হাসান। চিটাগং কিংসের তোলা ১৪৮ রান ঢাকা ক্যাপিটালস ২ উইকেট হারিয়ে ১১ বল বাকি থাকতেই টপকে গেছে। বড় জয়ে ঢাকার আক্ষেপের কোনো জায়গা থাকলে সেটি তানজিদকে নিয়ে। বাঁহাতি এ ওপেনার মাঠ ছেড়েছেন ৯০ রানে অপরাজিত থেকে। চিটাগংয়ের রান আর ১০ বেশি হলেই যে সেঞ্চুরিটা হয়ে যায় তানজিদের!
তবে ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান জানিয়েছেন, তিন অঙ্ক মিস হলেও যা করতে পেরেছেন, তাতেই সন্তুষ্ট। আবার সেঞ্চুরি না হলেও ছক্কায় যে রেকর্ড গড়েছেন, সেটিকেও খুব বড় করে দেখতে চান না।আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তানজিদ যে ইনিংস খেলেছেন, সেটি এবারের আসরে তাঁর চতুর্থ পঞ্চাশ+, যার মধ্যে সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে ১০৮ রানের ইনিংসও আছে। সেটি ছিল বিপিএলে তানজিদের দ্বিতীয় সেঞ্চুরি। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে বিপিএলে দুটি সেঞ্চুরি আছে আর একজনের—তামিম ইকবাল।আজ তানজিদ যদি ৫৪ বলে ৯০ রানের ইনিংসটিকে সেঞ্চুরি পর্যন্ত নিয়ে যেতে পারতেন, তাহলে প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলে সর্বোচ্চ ৩ সেঞ্চুরির মালিক হয়ে যেতেন। সেটি না হলেও অবশ্য আক্ষেপ নেই তানজিদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিজ্ঞাসা করা হলে এই ওপেনার বলেন, ‘যা হয়েছে, আলহামদুলিল্লাহ। হয়তো–বা হতেও পারত, এটা (সেঞ্চুরিটা) আমার হাতে নেই। তবে খেলাটা শেষ করতে পেরেছি, এটা নিজের কাছে ভালো লেগেছে।’
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |