| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া ডিসি কোর্ট চত্তরে কিশোর গ্যাং কতৃক সাংবাদিক পুত্র'কে মারধর ও প্রাণ নাশের হুকমি

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 06-07-2025 ইং
  • 31047 বার পঠিত
কুষ্টিয়া ডিসি কোর্ট চত্তরে কিশোর গ্যাং কতৃক সাংবাদিক পুত্র'কে মারধর ও প্রাণ নাশের হুকমি
ছবির ক্যাপশন: কুষ্টিয়া ডিসি কোর্ট চত্তরে কিশোর গ্যাং কতৃক সাংবাদিক পুত্র'কে মারধর ও প্রাণ নাশের হুকমি

নিজস্ব প্রতিনিধিঃ

কুষ্টিয়া ডিসি কোর্ট চত্তরে কিশোর গ্যাং কতৃক সাংবাদিক পুত্রকে মারধর ও প্রাণ নাশের হুকমি।কুষ্টিয়া ডিসি কোর্ট চত্তরের পুকুরপাড় এলাকায় মনোরম পরিবেশে  সাপ্তাহিক ছুটির দিন গুলোতে বিশেষ করে সকাল ও বিকালে  কিশোরী-তরুণী সহ নানান বয়সী মানুষ পরিবার-পরিজন সাথে নিয়ে ঘুরতে বা বেড়াতে আসেন, এ ছাড়াও নিয়মিত সকালে ও বিকালে নানান বয়সী মানুষ হাটা-চলা করেন।এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ নষ্ট করছে স্থানীয় একটি কিশোর গ্যাং, এখানে বেড়াতে আসা মানুষজন নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন এ কিশোর গ্যাং কতৃক। বিশেষ করে কিশোরী ও তরুণীরা ইভটিজিং এর শিকার হচ্ছেন প্রকাশ্য দিবালোকে,কোর্ট চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকলেও এসব কিশোর গ্যাং এর বিরুদ্ধে নেয় না কোনো পদক্ষেপ।কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগের পরিপেক্ষিতে জানা যায়, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমাদের পত্রিকা, দৈনিক রূপকার পত্রিকা ও দ্যা ডেইলি ইংলিশ নিউজে প্রকাশক ও সম্পাদক মোঃ ইউসুফ আলীর পুত্র মোঃ আবরার তওশীফ আজান ৪-০৭-২০২৫ইং শুক্রবার বেলা সাড়ে চারটার দিকে খেলা শেষে ঘটনা স্থল দিয়ে বাড়ি ফিরছিলো, এসময় উক্ত স্থানে কুষ্টিয়া মজমপুর এলাকার মফিজ উদ্দিন সড়কের মোঃ রাহিদুল ইসলামের ছেলে কিশোর  গ্যাং লিডার ইমরুল কায়স রাফিদের নেতৃত্বে বেপরোয়া কিশোর গ্যাং এর ৮/১০জনের একটি দল বেড়াতে আসা ২/৩জন তরুণীকে ইভটিজিং করছিলো, এসময় আজান ঘটনাটি পিছন ফিরে দেখে ফেললে রাফিদের নেতৃত্বে কিশোর গ্যাং এর সদস্যরা আজানকে বেপরোয়া ভাবে মারধর করতে থাকে, এসময় আজানের আত্ম চিৎকার শুনে আশেপাশে থাকা লোকজন আজানকে কিশোর গ্যাং এর হাত থেকে উদ্ধার করে, এসময় রাফিদ আজানকে প্রাণনাশের হুকমি দিয়ে চলে যায়।পরবর্তীতে খবর পেয়ে  সাংবাদিক মোঃ ইউসুফ আলী ছেলে আজানকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।এ ঘটনায় একজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৮/১০কে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এদিকে এ ঘটনায় কুষ্টিয়া শহরজুরে ব্যাপক আলোচনা চলছে,ডিসি কোর্টের মতো একটি স্পর্শকাতর জায়গায় কিশোরগ্যাংয়ের স্বরব উপস্থিতি সকলকে ভাবিয়ে তুলেছে।অতিবিলম্বে এসব কিশোর গ্যাংকে আইনের আওতায় এনে যথা উপযুক্ত বিচারের মুখোমুখি করিয়ে ডিসি কোর্ট চত্তর সহ কুষ্টিয়া শহরকে কিশোর গ্যাং মুক্ত করার দাবী জানিয়েছেন কুষ্টিয়ার সুশীল সমাজ

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম