হিরক খাঁন (মেহেরপুর প্রতিনিধি)
মেহেরপুরের গাংনীতে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকায় তিন মোটরসাইকেল চালককে ১৩ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার সীমান্ত এলাকা কাজিপুর গোলাম বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী এলাকা কাজিপুর গ্রামের গোলাম বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকায় তিন মোটরসাইকেল চালকের কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা প্রদানকারী ব্যক্তিরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের আবু শামা'র ছেলে সাদ্দাম হোসেনকে হেলমেট না থাকায় ২০১৮ এর ৪৯ এর ১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা, একই উপজেলার আল্লারদর্গা গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে জিৎকে বৈধ কাগজপত্র না থাকায় ২০১৮ এর ৪ ধারায় ৫ হাজার টাকা জরিমানা এবং একই অপরাধে কুষ্টিয়ার ঝাউদিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে উজ্জল হোসেনকে ২০১৮ এর ৪ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক সাদ্দাম হোসেন।এ সময় কাজিপুর বিজিবিসহ গাংনী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |