| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার কুমারখালীতে টাকা ছাড়াই ব্যাগভর্তি বাজার করলেন তারা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 05-03-2025 ইং
  • 16809 বার পঠিত
কুষ্টিয়ার কুমারখালীতে টাকা ছাড়াই ব্যাগভর্তি বাজার করলেন তারা
ছবির ক্যাপশন: টাকা ছাড়াই ব্যাগভর্তি বাজার করলেন তারা

খোলা স্থানে শামিয়ানা টাঙানো। নিচে প্লাস্টিকের চেয়ারে বসে আছেন নানা বয়সী অসহায় ও দুস্থ মানুষ। একপাশে প্লাস্টিকের টেবিলে চাল, ডাল, আলু, তেল, খেজুর, লবণ, মুড়িসহ আট পদের পণ্যের পসরা সাজিয়ে দাঁড়িয়ে আছেন একদল তরুণ ও যুবক। একজন প্রচার মাইকে বসে থাকা ব্যক্তিদের নাম ঘোষণা করছেন। তখন তিনি প্রথমে একটি ব্যাগ নিচ্ছেন। ১০ মিটার সামনে যেতেই নিত্যপণ্যে ভরে যাচ্ছে ব্যাগটি। এ জন্য লাগছে না একটি পয়সাও। কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজ মাঠে গতকাল মঙ্গলবার এমন দৃশ্যের দেখা মেলে। ‘রমাদানের ফ্রি বাজার’-এর আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম’। এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও এস এম মিকাইল ইসলাম।
সংগঠনটির সভাপতি আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. আফজাল হোসাইন, বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান প্রমুখ।অসহায় ও দুস্থ মানুষ রমজান মাসে যেন ভালোভাবে সাহ্‌রি ও ইফতার করতে পারেন, সে জন্য এ উদ্যোগ বলে জানান ফোরামের সভাপতি মো. আশিকুল ইসলাম চপল। তিনি বলেন, ৪৫০ জন মানুষের মাঝে বিনামূল্যে নিত্যপণ্য দেওয়া হয়েছে। প্রত্যেকে পাঁচ কেজি চাল, এক কেজি তেল, ছোলা, মসুর ডাল, খেজুর, মুড়ি ও লবণ, তিন কেজি আলু এবং একটি ব্যাগ পেয়েছেন। বিনামূল্যে নিত্যপণ্য পেয়ে খুশি অসহায় মানুষ। নাম প্রকাশে অনিচ্ছুক উপকারভোগীর ভাষ্য, বাজারে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। আয় না বাড়লেও দাম বেড়েই চলেছে। তাদের চাল, ডাল, তেল, আলুসহ অনেক কিছু বিনামূল্যে দেওয়া হয়েছে। এতে তারা খুশি।ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, অসহায় ও দুস্থদের পাশে সমাজের বিত্তবান এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম