কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে আলম হোসেন (৫৫) নামের এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আলম হোসেন কুষ্টিয়া সদর উপজেলার দহকোলা গ্রামের মৃত শহর আলী শেখের ছেলে। জানা গেছে, আলম প্রতিদিন সন্ধ্যায় অফিসে গিয়ে ডিউটি শেষ করে সকালে বাড়ি ফিরতেন। সোমবার সন্ধ্যায় ডিউটিতে যোগ দেওয়ার পর মঙ্গলবার সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে অফিসে যান। সেখানে গিয়ে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল-ওয়াজিউর রহমান জানান, সকাল ৮টার দিকে অফিসের ঝাড়ুদার আজিজুর রহমান আলমকে ডাকলেও কোনো সাড়া মেলেনি। পরে বিষয়টি পুলিশ ও পরিবারের সদস্যদের জানানো হয়। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |