মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে বিভুরঞ্জন (৭১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে সদর উপজেলার চরাঞ্চল এলাকায় স্থানীয়দের খবরের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, লাশটি নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।স্থানীয়দের ধারণা, বিভুরঞ্জন নিখোঁজ থাকার পর নদীতে পড়ে যেতে পারেন অথবা কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |