| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া চিনিকল গেটে আখ চাষিদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 24-12-2024 ইং
  • 6165 বার পঠিত
কুষ্টিয়া চিনিকল গেটে আখ চাষিদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা
ছবির ক্যাপশন: কুষ্টিয়া সুগার মিলে পুনরায় আখ মাড়াই কার্যক্রম চালুর জন্য উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি:
চার বছর আখ মাড়াই কার্যক্রম বন্ধ থাকার পর কুষ্টিয়া সুগার মিলে পুনরায় আখ মাড়াই কার্যক্রম চালুর জন্য উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ উপলক্ষ্যে কুষ্টিয়া চিনিকল প্রধান গেটে জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে আখমাড়াই কার্যক্রম চালুকরণ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কুতুব উদ্দিন আহমেদ অহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুষ্টিয়া জেলা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আলম হোসেন মালিথা - সভাপতি, আখ চাষী কল্যাণ সমিতি, কুষ্টিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আসাদুল হক, ভারপ্রাপ্ত সভাপতি, ১৭নং ওয়ার্ড বিএনপি, কুষ্টিয়া পৌর ও মোঃ আসাদুজ্জামান শিপন, সাধারণ সম্পাদক, ১৭নং ওয়ার্ড বিএনপি, কুষ্টিয়া পৌর। অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। জাকির হোসেন সরকার বলেন, আওয়ামী লীগ সরকার কলকারখানা বন্ধ করে দেশ ধ্বংস করে দিয়েছে। বিএনপি ওই সব ধ্বংস কলকারখানা চালুর উদ্যোগ গ্রহণ করার জন্য বর্তমান সরকারকে প্রস্তাব দেওয়ায় সরকার জগতি চিনিকল চালুর পদক্ষেপ নিয়েছে। তিনি আরও বলেন, কৃষকরা যদি আখের আবাদ বৃদ্ধি করতে পারে এবং বেশি বেশি করে জমিতে আখ চাষ করে তা হলে এই মিল চালু করে দেশে চিনির চাহিদা পূরণ করতে পারবে। কুতুব উদ্দিন আহমেদ বলেন স্বৈরাশাসক বিগত আওয়ামী লীগ সরকারের দোসররা নিজেদের  ফাইদা লুটার জন্য কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চিনিকলটি বন্ধ করেছেন। বাংলাদেশের চিনিকলের মধ্যে জগতি চিনিকল অন্যতম তাই আমাদের কুষ্টিয়াবাসীর মনের দাবি প্রাণের দাবি এই চিনিকলটি আবার চালু হোক এজন্য বিএনপির পক্ষ থেকে  সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। চিনিকলের মূল উপকরণ আখ,তাই চাষী ভাইরা আবার নতুন করে আখ চাষ শুরু করলে চিনিকলটি চালু করা সম্ভব হবে বলে তিনি প্রত্যাশা করেন। অত্র এলাকার কৃষক নেতারা বলেন বিগত সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দ ও চিনি কলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারসাজিতে এই চিনি কলটি বন্ধ হয়েছে। তাদের ব্যাপক দুর্নীতির কারণেই ঐতিহ্যবাহী এই চিনি কলটির বেহাল দশা। চিনিকলটি বন্ধ হওয়ায় কৃষকেরা আখ চাষের পরিবর্তে তামাক চাষের দিকে বেশি ঝুঁকে পড়ছে। এভাবে তামাক চাষ হতে থাকলে পরিবেশ হুমকির মুখে পড়বে। তাই মিলটি পুনরায় চালু করে কৃষকদেরকে পুনরায় আখ চাষে ফিরিয়ে আনতে পারলে তামাক চাষ অনেকাংশে বন্ধ হবে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জনাব আব্দুল মাজেদ - সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুষ্টিয় জেলা। মোঃ আজাদুর রহমান আজাদ বিশ্বাস - সাবেক সভাপতি মিরপুর উপজেলা যুবদল। মোঃ  সাদ আহম্মেদ, মোঃ নজরুল ইসলাম, কামরুজ্জামান মিঠু, নুরুল ইসলাম নুরি, মোঃ সালাম, জাহিদুল ইসলাম বিপ্লব, আব্দুল হাকিম মাসুদ, আবু তালেব, আসাদুজ্জামান শিপন, এমদাদুল হক ইমতিয়াজসহ কুষ্টিয়া ও মিরপুর উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম