| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় বিতর্কিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 08-01-2025 ইং
  • 41757 বার পঠিত
কুষ্টিয়ায় বিতর্কিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় বিতর্কিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম 
কুষ্টিয়ায় জেলা বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীরা  বিতর্কিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । বুধবার (০৮ জানুয়ারি)  কুষ্টিয়া এন এস রোড সংলগ্ন  ইসলামিয়া কলেজের সামনে হতে বিক্ষোভ মিছিল আরম্ভ করে এনএস রোড হয়ে  মজমপুর গেটে যেয়ে  শেষ হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, আবদুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টু, জালাল উদ্দীন শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম উল হাসান অপু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক এস এম গোলাম কবির, সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ সঞ্জু, শহর যুবদলের সাবেক সভাপতি আবু জাফর মহম্মদ মতিন সহ শতাধিক নেতাকর্মী। সংবাদ সম্মেলনে উল্লেখ করেন প্রিয় কুষ্টিয়ার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াসহ সকল সাংবাদিক ভাই ও বোনেরা, সংগ্রামী সালাম গ্রহণ করবেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা কুষ্টিয়া জেলা বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা আপনাদের জ্ঞাতার্থে জানাইতেছি যে, কুষ্টিয়া জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি (৪ নভেম্বর) অনুমোদিত হয়। আমাদের সকলের প্রত্যাশা ছিল অনুমোদিত কমিটির আহবায়ক ও সদস্য সচিব কুষ্টিয়া জেলা বিএনপির ত্যাগী, পরীক্ষিত ও শেখ হাসিনার ১৬ বছরে কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করবেন। কিন্তু গত (৪ নভেম্বর) তারিখে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে আমরা দেখতে পেলাম পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে দীর্ঘ ১৬ বছর যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, যাদের যোগ্যতা রয়েছে ও যাদের নামে অসংখ্য মামলা রয়েছে তাদেরকে সম্পূর্ণরূপে মাইনাস করা হয়েছে। পক্ষান্তরে ওই কমিটিতে যুগ্ম আহবায়ক ও সদস্য পদে যারা স্থান পেয়েছেন তাদের অধিকাংশই আহবায়ক ও সদস্য সচিবের একান্ত আস্থাভাজন ও অনুগত যাদের অধিকাংশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় থাকার অভিযোগ রয়েছে। বিগত আওয়ামী সরকারের সাথে আতাতের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। ঐ পরিস্থিতিতে আমরা ত্যাগী, বঞ্চিত নেতাকর্মীদের পক্ষ থেকে ঐ বির্তকিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে গত (৬ নভেম্বর)  তারিখে বিক্ষোভ মিছিল এবং গত (১৭ নভেম্বর) তারিখে মানববন্ধন কর্মসূচি সফল করি। এর পাশাপাশি ঐ কমিটি বাতিলের দাবিতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত জনাব আমানউল্লাহ আমানসহ বিভাগীয় সকল নেতৃবৃন্দের কাছে আমাদের অভিযোগ লিখিত আকারে প্রেরণ করেছি। আমরা প্রত্যাশা করেছিলাম খুব শীঘ্রই আমাদের সমস্যার সমাধান আমরা পাব কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ/সমাধান না করায় আমরা ভীষনভাবে আশাহত। তাই আমাদের দাবি আদায়ের চলমান লড়াইকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমারা নতুন কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহন করেছি। এই ঘোষণার প্রেক্ষাপটে আজ বুধবার কুষ্টিয়ায় বিতর্কিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম