| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া কুমারখালীর সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 24-08-2025 ইং
  • 10540 বার পঠিত
কুষ্টিয়া কুমারখালীর সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী
ছবির ক্যাপশন: কুষ্টিয়া কুমারখালীর সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কাঁচারীপাড়া জামে মসজিদ হতে শালঘর মধুয়া বালিকা বিদ্যালয় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কটি বর্তমানে খানাখন্দে ভরা এবং চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও কাদা জমে আছে। অল্প বৃষ্টি হলেই রাস্তা পানিতে তলিয়ে যায়, শুকনো মৌসুমে ধুলাবালিতে দম বন্ধ হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। এ অবস্থায় প্রতিদিন হাজারো মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা, চরম ভোগান্তির শিকার হচ্ছেন।স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেক সময় রোগী পরিবহনেও ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও সড়কটির সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অটোচালক আকুল আলী বলেন, “এটি আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। কিন্তু বড় বড় গর্তের কারণে প্রতিদিন দুর্ঘটনার শিকার হতে হয়। পণ্য পরিবহনেও ভোগান্তি পোহাতে হয়।” কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী নাসরিন আক্তার বলেন, “প্রতিদিন আমাদের কলেজে যেতে অনেক কষ্ট হয়। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় পরিণত হয়। আমরা দ্রুত সড়কটির সংস্কার চাই। স্থানীয়রা জানান, সড়কটি সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারি ও সরকারের কার্যকর পদক্ষেপের মাধ্যমে অল্প সময়েই এ দুর্ভোগ দূর করা সম্ভব।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম