কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়ন পরিষদের সামনে কালী গঙ্গা নদীর উপর বহু বছর আগে একটি ব্রিজ নির্মাণ করা হলেও সেই ব্রিজের সুবিধা এখনও ভোগ করতে পারছে না এলাকাবাসী। কারণ, ব্রিজ নির্মাণ হলেও ব্রিজের দুই পাশে এখনো কোনো সড়ক নির্মাণ করা হয়নি। ফলে ব্রিজটি কার্যত ব্যবহার অযোগ্য অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা জানান, ব্রিজে উঠতে হলে এখনো মই ব্যবহার করতে হয়, যা অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। প্রায় ১৬-১৭ বছর ধরে ব্রিজটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় এটি প্রায় পরিত্যক্ত রূপ ধারণ করেছে। এলাকাবাসীর ভাষ্য, “এ যেন মরার উপর খাড়ার ঘা”— ব্রিজ আছে, কিন্তু তার কোনো সুবিধা নেই। স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ সবাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্রিজের দুই পাশে সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, অতি অল্প সময়ের মধ্যেই যদি সড়ক নির্মাণের কাজ শুরু হয়, তাহলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং ব্রিজটি প্রকৃত অর্থে জনসাধারণের ব্যবহারের উপযোগী হবে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, “ব্রিজটি নির্মাণ হলেও দুই পাশে রাস্তা না থাকায় এর কোনো সুফল আমরা পাচ্ছি না। বরং প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছি। আমরা দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানাচ্ছি। এ বিষয়ে স্থায়ী বাসিন্দা মুকুল বলেন , সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই ব্রিজের সুবিধা ভোগ করতে পারছেন না তারা। তাই সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রুত উদ্যোগ নিয়ে ব্রিজের দুই পাশের রাস্তা নির্মাণ করে এ ভোগান্তি দূর করা হবে।স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান বলেন, “শুধু ব্রিজ হলেই হবে না, ব্রিজের উভয় পাশে রাস্তা নির্মাণ করা অতি জরুরী। রাস্তা ছাড়া এই ব্রিজ মানুষের কোনো কাজে আসছে না। সরেজমিনে দেখা গেছে, ব্রিজটি দিয়ে পারাপার হতে হলে মানুষকে মই ব্যবহার করতে হচ্ছে। এতে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। কৃষকরাও ফসল বাজারে নিতে হিমশিম খাচ্ছেন। এলাকাবাসী আশা করছে, প্রশাসন দ্রুত এই ব্রিজ পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং বহু বছরের অবহেলিত স্বপ্ন পূরণ হবে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |