নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাসী হামলায় স্থানীয় সাংবাদিক ফিরোজ আহমেদ গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোররাত ৫টার দিকে মিরপুর বিজিবি সেক্টরপাড়ায় নিজ বাসার সামনে নামাজ পড়তে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে ইট, হাতুড়ি ও লোহার রড দিয়ে হামলা চালায়। প্রতিবেশীরা জানান, হামলার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ফিরোজ আহমেদকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ফিরোজ আহমেদ কুষ্টিয়ার স্থানীয় দৈনিক আজকের সূত্রপাত-এর মিরপুর প্রতিনিধি, মিরপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আলো স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালক। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম জানান, “সাংবাদিকের মাথায় গুরুতর আঘাত রয়েছে, পায়েও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি এখনো আশঙ্কামুক্ত নন।” মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, “হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।”এদিকে হামলার পর থেকে অভিযুক্ত মিলন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |