| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া মিরপুর-ভেড়ামারায় সৎ নেতৃত্বের প্রত্যাশা, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী আলোচনায়

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 27-08-2025 ইং
  • 6826 বার পঠিত
কুষ্টিয়া মিরপুর-ভেড়ামারায় সৎ নেতৃত্বের প্রত্যাশা, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী আলোচনায়
ছবির ক্যাপশন: কুষ্টিয়া মিরপুর-ভেড়ামারায় সৎ নেতৃত্বের প্রত্যাশা, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী আলোচনায়

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলার সাধারণ মানুষের মুখে একটি দাবি বারবার উচ্চারিত হচ্ছে—সৎ নেতৃত্ব ও সৎ মানুষ। এই দাবি ঘিরেই আলোচনায় উঠে এসেছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। স্থানীয়দের মতে, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর মধ্যে রয়েছে একজন আদর্শ রাজনৈতিক নেতার সকল গুণাবলি। তারা বিশ্বাস করেন, তার নেতৃত্বে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব হবে। ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর পিতা প্রয়াত সংসদ সদস্য রউফ চৌধুরী ছিলেন সমাজের সুনামধন্য ব্যক্তি। নীতিনৈতিকতা ও আদর্শের মাধ্যমে তিনি মিরপুর-ভেড়ামারার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। নিজের অর্থায়নে তিনি বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, যা আজও এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে আছে।স্থানীয়দের আশা, তার সুযোগ্য পুত্র ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীও একই পথ অনুসরণ করবেন এবং এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবেন। তারা জানান, যদি তিনি ধানের শীষ প্রতীক পান, তবে সকলে ঐক্যবদ্ধ হয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। একজন স্থানীয় নেতা বলেন, “আমরা সৎ নেতৃত্ব চাই। ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীকে আমরা বিশ্বাস করি। তিনি সুযোগ পেলে এ অঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবেন। এখন দেখার বিষয়, মিরপুর-ভেড়ামারার মানুষের এই প্রত্যাশা কতটা বাস্তবায়িত হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম