| বঙ্গাব্দ
ad728
ad728

শাহরুখের বাংলোতে অগস্ত্যের সঙ্গে সুহানা, প্রেমের গুঞ্জন কি তবে সত্যি

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 27-12-2024 ইং
  • 46852 বার পঠিত
শাহরুখের বাংলোতে অগস্ত্যের সঙ্গে সুহানা, প্রেমের গুঞ্জন কি তবে সত্যি
ছবির ক্যাপশন: বলিউডের স্টার কিডস

জন্ম থেকেই স্পট লাইটে থাকে বলিউডের স্টার কিডস। প্রায় শিরোনামে জায়গা করে নেয় তারা। কখনো ব্যক্তিজীবন কখনোবা প্রেম নিয়ে থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিন ধরে বি-টাউনে চর্চায় ছিল অমিতাভের নাতি অগস্ত্য ও শাহরুখ কন্যা সুহানার প্রেমের গুঞ্জন। আবারও একসঙ্গে দেখা গেল তাঁদের, যা গুঞ্জনের পারদ আরও বাড়িয়ে দিয়েছে।বেশ আগেই বিদেশে পার্টি, দিওয়ালিতে একসঙ্গে রাত্রিযাপন। কখনো আবার রেস্তোরাঁ, ক্যাফেতে একান্ত আলাপচারিতায়, তো কখনো একসঙ্গে আউটিংয়ে দেখা গেছে তাঁদের। এবার অনেকটা গোপনীয়তার সঙ্গে শাহরুখের আলীবাগের বাংলোতে যান সুহানা ও অগস্ত্য। জানা গেছে, বছর শেষের পার্টির আয়োজন করতেই নাকি বাংলোতে গোপনে দেখা করেছেন এই স্টার কিড। তবে প্রেম লুকিয়ে রাখা যে কঠিন, এর উদাহরণ তাঁরা। ঠিকই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন এই প্রেমিক জুটি।বলিউডে ডেবিউয়ের আগে থেকেই গুঞ্জন ছিল শাহরুখ কন্যা সুহানা ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেমের খবর। প্রায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতো তাঁদের ছবি ও ভিডিও। এরপর জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমায় একসঙ্গে কাজ করেন সুহানা-অগস্ত্য। প্রেমের জল্পনা আরও জোরদার হয়। একাধিকবার একসঙ্গে সময় কাটাতে দেখা যায় দুই স্টার কিডকে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম