| বঙ্গাব্দ
ad728
ad728

সরকারি লাইসেন্স সেবা অনলাইনে না করলে বরাদ্দ আটকা: অর্থ উপদেষ্টা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 03-01-2025 ইং
  • 43464 বার পঠিত
সরকারি লাইসেন্স সেবা অনলাইনে না করলে বরাদ্দ আটকা: অর্থ উপদেষ্টা
ছবির ক্যাপশন: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামী ফেব্রুয়ারির পর সরকারি ১৯টি দপ্তরের যত ধরনের লাইসেন্স–সংক্রান্ত সেবা আছে, সেগুলো কাগজপত্র দিয়ে করা যাবে না। অনলাইনে আবেদন করার ব্যবস্থা করতে হবে। অন্যথায় আমাদের হাতেও অস্ত্র আছে। অনলাইনে আবেদন না হলে আমাদের অর্থসচিব সংশ্লিষ্ট দপ্তরের বরাদ্দ আটকে দেবেন।

গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) সিস্টেম অনানুষ্ঠানিক চালু (সফট লঞ্চিং) করা হয়েছে। রাজধানীর এক হোটেলে সীমিত পরিসরে অনুষ্ঠান চালু হয়। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ ব্যবস্থার উদ্বোধনকালে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সভাপতি আবদুর রহমান খান। অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি, স্মার্ট বাংলাদেশ হয়েছে, আমরা উন্নয়নের হাইওয়েতে প্রবেশ করেছি। এ ধরনের অনেক বয়ান তৈরি করা হয়েছে। অথচ অনলাইন না থাকায় একটা থানার কাগজ হারিয়ে গেলে তার হদিস পাওয়া যাচ্ছে না। গত ১৫ বছরে তথ্যপ্রযুক্তি খাতে অনেক অর্থ বরাদ্দ দেওয়া হলেও খরচ করা হয়নি।

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একটা ফাইল উঠতে ১৫ দিন লাগে। এসব সময়সীমা কমানোর পরামর্শ দেন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম