| বঙ্গাব্দ
ad728
ad728

মাঠে বসে খেলা দেখলেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 06-01-2025 ইং
  • 42131 বার পঠিত
মাঠে বসে খেলা দেখলেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা
ছবির ক্যাপশন: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক জুলাই আন্দোলনে আহতদের প্রতি যথাযথ সম্মান না দেখানোর প্রতিবাদে স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত কয়েকজন

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকে ১০-১২ জন বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলাকালে মানববন্ধন করেন জুলাই আন্দোলনে আহত কয়েকজন। সে সময় সেখানে উপস্থিত হন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। পরবর্তীতে তিনি বিসিবির সভাপতিকে বিষয়টি অবগত করলে বিকেল সাড়ে ৪টার দিকে ভেন্যু ম্যানেজার জয়দীপ দাসসহ সংশ্লিষ্টরা প্রধান ফটকে গিয়ে আন্দোলনকারীদের গ্যালারিতে নিয়ে খেলা দেখার ব্যবস্থা করে দেন।মানববন্ধনে উপস্থিত বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রেজাউল ইসলাম নাহিদ বলেন, ঢাকা পর্বে আন্দোলনে আহতদের জন্য আলাদাভাবে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছিল ও তাদেরকে যথাযথ সম্মান করা হয়েছে। কিন্তু এখানে আমাদেরকে কোনো সম্মান দেওয়া হয়নি ও কোনো যোগাযোগও করা হয়নি। বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের অনেকেই মারাত্মকভাবে আহত হয়েছেন। আমরা সবার প্রাপ্য সম্মান চাই। মানববন্ধনে অংশ নেওয়া আরেক আহত সেলিম আহমদ বলেন, আমাদের দাবি সুচিকিৎসা বাস্তবায়ন ও যথাযথ মূল্যায়ন। এখানে আমাদের মূল্যায়ন করা হচ্ছে না।এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে আহতরা বিভিন্ন দাবি নিয়ে এখানো জড়ো হয়ে মানববন্ধন করছিলেন। আমি তাদের সঙ্গে কথা বলে তাদের জেনে বিসিবি সভাপতিকে অবগত করি। তিনি বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন ও আহতদের খেলা দেখার ব্যবস্থা করে দেন। মানববন্ধনে আহতদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল ইসলাম নাহিদ, আরিফুল ইসলাম, সেলিম আহমদ, আলাল আহমদ, আব্দুল মতিন, শাহাদাত হোসেন, তানিম,সাজন আহমদ সাজু, আজহার উদ্দিন সুজন, মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম