| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় বিদেশ পাঠানোর নামে যুবলীগ কর্মীর প্রতারণা ও টাকা আত্মাসাৎ।

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 08-01-2025 ইং
  • 2305 বার পঠিত
কুষ্টিয়ায় বিদেশ পাঠানোর নামে যুবলীগ কর্মীর প্রতারণা ও টাকা আত্মাসাৎ।
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় যুবলীগ কর্মীর প্রতারণা ও টাকা আত্মাসাৎ।

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি। 

কুষ্টিয়া সদর উপজেলার ৪নং বটতৈল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঈদগাহ পাড়ার মো: মিরাজ (৬৫), এর ছেলে মো: শাহিন (৩৫), থানা ও জেলা কুষ্টিয়া সদর। বিগত ২০২২ ইং সালের শেষের দিকে, বটতৈল মিয়াপাড়ার মো: শামসুল আলম খান (বাবলু)র ছেলে মো: জুয়েল খান (৪২), থানা ও জেলা কুষ্টিয়া সদর এর নিকট থেকে কয়েক ধাপে ব্যাংক, বিকাশ এবং হাতে হাতে নগদ = ৫,৫০,০০০/- ( পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা) নেয়। 

কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন টালবাহানা করে আসামী মো: শাহিন, মো: জুয়েলকে  পারেনি বিদেশ পাঠাতে। 

ভিক্টিম মো: জুয়েলের সাথে  কথা বলে জানতে পারা যায় যে, যখনই টাকা চাইতে যায় তখনই সে বলে যে আমি যুবলীগ করি জানিসতো, অফিসে গিয়ে যোগাযোগ কর আমি টাকা দিতে পারবোনা, শুধু তাই না বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেয়। 

উল্লেখ্য যে, আসামী মো: শাহিন বিগত ফ্যাস্টি হাসিনা সরকারের আওয়ামী যুবলীগের একজন সক্রিয় কর্মী। 

ভিক্টিম একজন নিতান্তই অসহায় এবং ভালো মানুষ 

বিগত দুই বছরের বেশি সময় অতিক্রম করলেও কোন প্রকার সুফল পাননি ভিক্টিম জুয়েল। 

এ ব্যাপারে যথাযথ গ্রহনে প্রশাসন সহ এলাকার বিশিষ্টজনের নিকট বিষয়টি সমাধানের জন্য অনুরোধ জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম