কুষ্টিয়া প্রতিনিধি:
সাংবাদিক অধিকার পরিষদ কুষ্টিয়ার সদস্য সচিব ও দৈনিক সত্যখবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুল ইসলাম শরিফের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন, মানবাধিকার কর্মী ও সচেতন নাগরিক সমাজ।জানা গেছে, সম্প্রতি দৈনিক সত্যখবরে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের জেরে একাধিক প্রভাবশালী মহল চাপে পড়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করেছে সাংবাদিক শরিফুল ইসলাম শরিফের বিরুদ্ধে। সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে হরণ করতেই এই মামলা করা হয়েছে বলে মনে করছেন সহকর্মীরা। সাংবাদিক অধিকার পরিষদ কুষ্টিয়া এক বিবৃতিতে জানায়, “এই ধরনের হয়রানিমূলক মামলা কেবল একজন সাংবাদিককে নয়, বরং সাংবাদিকতার পুরো চেতনার উপর আঘাত। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি করছি।” এদিকে কুষ্টিয়ার অন্যান্য সংবাদকর্মীরাও একাত্মতা প্রকাশ করে বলেন, “সত্য প্রকাশে সাংবাদিকদের এ ধরনের হয়রানি মেনে নেওয়া যায় না। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।” শরিফুল ইসলাম শরিফ নিজেও এই মামলাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে বলেন, “আমি পেশাগত দায়িত্ব পালন করেছি মাত্র। সাধারণ মানুষের পক্ষে কথা বলাই যদি অপরাধ হয়, তবে এ লড়াই আমি চালিয়ে যাব।”এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহার ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন পেশাজীবী সাংবাদিক সমাজ।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |