ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ‘সামার’ ও ‘ফল’ সেমিস্টারের ২১৯ শিক্ষার্থীকে একাডেমিক ফলের জন্য মেধাবৃত্তি দিয়েছে।
গত রোববার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটরিয়ামে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ফারুক বি চৌধুরী। সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য শামস রহমান। প্রধান অতিথির বক্তব্যে ফারুক বি চৌধুরী মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের অভিনন্দন জানান। একই সঙ্গে ভবিষ্যতে কর্মক্ষেত্রে নিজেদের এই উৎকর্ষ ও নিষ্ঠাকে কাজে লাগিয়ে নিজের, দেশের ও প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির প্রতি গুরুত্ব দেন। উপাচার্য শামস রহমান তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সহায়ক ও সমৃদ্ধ একাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের প্রশংসা করেন, বিশেষ করে উল্লেখযোগ্যসংখ্যক নারী শিক্ষার্থীর মেধাবৃত্তিপ্রাপ্তির কথা উল্লেখ করেন এবং শিক্ষায় লিঙ্গসমতা বজায় রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-উপাচার্য আশিক মোসাদ্দিক, ডিন, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |