কোন দল জিততে চলেছে, সেটা ঠিক হয়ে গেছে প্রথম ইনিংস শেষেই। ঢাকা ক্যাপিটালসের যে বোলিং আক্রমণ, তাতে আর যাই হোক প্রতিপক্ষকে ১৩৯ রানের মধ্যে আটকে ফেললে সেটা অবিশ্বাস্য কিছুই হতো। তার ওপর প্রতিপক্ষ তামিম ইকবালের ফরচুন বরিশাল, যে দলের ব্যাটিং লাইনআপ এবারের বিপিএলের অন্যতম সেরা। এরপর যা হওয়ার তা-ই হয়েছে। ঢাকা ক্যাপিটালসের ১৩৯ রান ফরচুন বরিশাল টপকে গেছে ২৪ বল আর ৮ উইকেট হাতে রেখে। ৬ ম্যাচে বরিশালের এটি চতুর্থ জয়। আর ঢাকা? ৮ ম্যাচে এটি তাদের সপ্তম হার। তাদের একমাত্র জয় সর্বশেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে। সিলেটে লিটন দাস ও তানজিদ হাসানের সেঞ্চুরি সেই জয় এসেছিল রেকর্ড গড়ে।আগের ম্যাচে প্রথম জয় তোলা ঢাকা আবার হারের ধারায় গেলেও একটা দিক থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়ার কথা। তাদের বোলাররা অন্তত আজ পিচে বল রাখতে পেরেছেন। আফগানিস্তানের অলরাউন্ডার ফরমানউল্লাহ নিজের প্রথম ওভারে যা শুরু করেছিলেন তাতে আজও পিচের বাইরে বলের মিছিল শুরু হয়ে যাওয়ার শঙ্কা ছিল।তবে শেষমেশ ভালোই করেছেন। সেই ওভারে ১০টি বলেই ওভার শেষ করতে পেরেছেন। শুথিসারা পেরেরা, চতুরঙ্গা ডি সিলভা সেই ধারাবাহিকতা ধরে রেখেই বোলিং করেছেন। শুরুতে নাজমুল হোসেনকে হারানো বরিশাল তামিম ও ডেভিড ম্যালানের জুটির সুবাদে হেসেখেলে জিতেছে। ৮০ বলে ১১৭ রানের জুটি গড়েন এই দুই বাঁহাতি। ফিফটি পেয়েছেন তামিম, পেরেরার বলে আউটের আগে করেন ৬১ রান।ধু তো ফরমানউল্লাহ নন, এই দলে তাঁর মতো অনেকেই আছেন। যাদের মূল উদ্দেশ্যে কোনোভাবে ওভারটা শেষ করা।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |